Advertisement
Advertisement
Kangana Ranaut

বিপাকে ‘এমার্জেন্সি’! বিতর্ককে পাত্তা না দিয়ে নতুন অফিস কিনলেন কঙ্গনা

৬ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে কঙ্গনার ‘এমার্জেন্সি’।

Kangana ranaut bought an lavish office worth crores
Published by: Akash Misra
  • Posted:August 28, 2024 12:46 pm
  • Updated:August 28, 2024 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহেনা!’ বরাবরই এমন দর্শনে বিশ্বাস করেন কঙ্গনা রানাউত। আর তাই তো বিতর্ক চলুক, বিতর্কের মতো। কঙ্গনা কিন্তু বিন্দাস রয়েছেন। আর সেই কারণেই তাঁর ‘এমার্জেন্সি’ ছবির মুক্তি নিয়ে এত জলঘোলা যখন, তখন কিন্তু একটুও বিচলিত নন কঙ্গনা। উলটে, ১.৫৬ কোটি খরচ করে বিলাসবহুল অফিস স্পেস কিনলেন কঙ্গনা। শোনা গিয়েছে, কঙ্গনা তাঁর মুম্বইয়ের বাংলো বিক্রি করেই এই প্লট কিনেছেন। 

আর্চ ওয়ান নামের একটি ভবনের ১৯ তলায় ৪০৭ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়িটি কার্পেট অংশ ৩৮,৩৯১ বর্গফুট প্রতি বর্গফুট দরে কেনা হয়েছিল। নথিতে দেখা গিয়েছে, কঙ্গনা রানাওয়াত ৯.৩৭ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকার রেজিস্ট্রেশন ফি দিয়েছেন। এই লেনদেনটি ২৩শে আগস্ট ২০২৪ এ রেজিস্টার করা হয়।

Advertisement

৬ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘এমার্জেন্সি’ (Emergency)। তার আগেই খুনের হুমকি পেলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অভিনেত্রী তথা বিজেপি সাংসদ নিজে ‘X’ হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে এই অভিযোগ করেছেন। পোস্টে মহারাষ্ট্র, হিমাচল ও পাঞ্জাব পুলিশকে ট্যাগও করেছেন তিনি।

দেশ না সিংহাসন, কোনটা বেশি জরুরি? ‘এমার্জেন্সি’র ট্রেলারে সেই প্রশ্ন তোলেন কঙ্গনা রানাউত। ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গোটা ভারত যে জরুরি অবস্থার সাক্ষী হয়েছিল, সেই গল্পই সিনেমায় তুলে ধরা হয়েছে।

কঙ্গনার এই ছবিকে ইতিমধ্যেই নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’-র সভাপতি হরজিন্দর সিং ধামি। তাঁর অভিযোগ, কঙ্গনার এই ছবিতে শিখ সম্প্রদায়ের মানুষকে বিচ্ছিন্নতাকামী হিসেবে দেখানো হয়েছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

এমন পরিস্থিতিতেই ‘X’ হ্যান্ডেলে হুমকি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। যেখানে এজাজ খানের পাশে বসে থাকা কয়েকজনকে কঙ্গনার ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। এর প্রেক্ষিতেই জানানো হয় যদি তাঁরা মাথা কেটে বলিদান দিতে পারেন, মাথা কেটেও নিতে পারেন। মহারাষ্ট্র, হিমাচল ও পাঞ্জাব পুলিশকে ট্যাগ করে ভিডিও শেয়ার করেন কঙ্গনা। ক্যাপশনে তারকা লেখেন, “দয়া করে এই বিষয়টি একটু দেখুন।”

প্রসঙ্গত, কঙ্গনার পরিচালনায় তৈরি এই ছবিতে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রেয়স তলপড়ে। স্যাম মানেকশর চরিত্রে রয়েছেন মিলিন্দ সোমান। জয়প্রকাশ নারায়ণ হিসেবে দেখা গিয়েছে অনুপরম খেরকে। উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement