Advertisement
Advertisement
Kalki 2898 AD

৭ দিনে সাতশো কোটি! রেকর্ড ব্যবসা ‘কল্কি’র, ফের বক্স অফিসের ত্রাতা দক্ষিণী ছবি?

বক্স অফিস জুড়ে এখন শুধুই ‘Kalki 2898 AD’ ঝড়।

'Kalki 2898 AD' box office collection day 7: Prabhas' film crosses Rs 700 crore worldwide
Published by: Akash Misra
  • Posted:July 4, 2024 9:42 am
  • Updated:July 5, 2024 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিস জুড়ে এখন শুধুই ‘Kalki 2898 AD’ ঝড়। মুক্তির আগেই সিনে বিশেষজ্ঞরা আন্দাজ করেছিল, এই ছবি রেকর্ড ব্যবসা করবে। সেই ট্রেন্ড বোঝা গিয়েছিল মুক্তির চারদিনেই ব্যবসা চারশো কোটি পার করার পর। তবে এবার কল্কির নতুন চমক। সব রেকর্ডকে ভেঙে দিয়ে মাত্র সাতদিনেই গোটা বিশ্বে সাতশো কোটি ঝুলিতে পুরে ফেলল প্রভাস, দীপিকা, অমিতাভ, কমল হাসান অভিনীত এই ছবি। সিনে বিশেষজ্ঞদের কথায়, ফের প্রমাণিত হল দক্ষিণী ছবিই এখন গোটা দেশের বক্স অফিসের ত্রাতা।

গোটা বিশ্বে ৫০০ কোটির ব্যবসা করা ‘কল্কি’ ভারতের সিনেবাজারেও দাপট দেখাচ্ছে। পয়লা সপ্তাহান্তেই দেশ থেকে মোট ৩০০ কোটি টাকা ঢুকেছে প্রভাস-দীপিকার কল্কির ক্যাশবাক্সে। অগ্রীম বুকিংয়ে ৫৫ কোটির ব্যবসা করে বক্স অফিসে ঝড় তোলার আভাস দিয়েছিল ‘কল্কি’। আর ওপেনিং ইনিংসেও ছক্কা হাঁকাল। ২৭ জুন রিলিজের প্রথম দিন বিভিন্ন ভাষায় 2D এবং 3D ভার্সনে ২০০ কোটির দুয়ারে দাঁড়িয়েছিল এই ছবি। চলতি বছরে ওপেনিং ডে-র আয়ের নীরিখে এখনও পর্যন্ত কোনও সিনেমা এমন শিকে ছিঁড়তে পারেনি।

Advertisement

[আরও পড়ুন: কাটল ৮ বছরের বনবাস, বলিউডে প্রত্যাবর্তন পাক তারকা ফাওয়াদ খানের!]

পয়লা সপ্তাহেই প্রভাস-দীপিকা যে জ্যাকপট ছুঁয়ে ফেলেছে, তা বলাই বাহুল্য! সিনেবিশেষজ্ঞরা অবশ্য আগেভাগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, প্রথম সপ্তাহে প্রভাস-দীপিকার দক্ষিণী সিনেমার বিজয়রথ অপ্রতিরোধ্য থাকবে। সেই কথাই অক্ষরে অক্ষরে ফলে গেল। রিপোর্ট বলছে, শুধুমাত্র পয়লা দিনেই ১৯১ কোটির ব্যবসা করে গোটা বিশ্বে ভারতীয় ছবির ওপেনিং ডে-র আয়ের নীরিখে তৃতীয় স্থানে নাম লিখিয়েছে ‘কল্কি। যা কিনা ‘কেজিএফ ২’ (১৫৯ কোটি), ‘সালার’ (১৫৮ কোটি), ‘লিও’ (১৪২ কোটি), ‘সাহু’ (১৩০ কোটি), এমনকী শাহরুখ খানের ‘জওয়ান’ (১২৯ কোটি)-এর রেকর্ডও ভেঙে চুরমার করে দিয়েছে। যদিও বক্স অফিসে সেরা ভারতীয় সিনেমার ওপেনার হিসেবে এখনও রাজামৌলীর ‘RRR’ (২২৩ কোটি) এবং ‘বাহুবলী ২’-এর রেকর্ড অক্ষত। মজার বিষয় হচ্ছে, ‘বাহুবলী ২’ (২১৭ কোটি)-এর নায়কও প্রভাসই। অতঃপর তাঁর সিনে কেরিয়ারে যে ‘কল্কি’র সঙ্গে নতুন মাইলফলক যোগ হল, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: গলায় সাপ জড়িয়ে চুমু! দিব্যজ্যোতির কীর্তিতে ভয়ে কাঁটা নেটপাড়া, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement