Advertisement
Advertisement
Jahnavi Mehta

IPL নিলাম থেকে রাতারাতি ‘ন্যাশনাল ক্রাশ’ জুহি চাওলার মেয়ে, কয়েক হাজার কোটির উত্তরসূরি?

পড়াশোনায় বেশ ভালো জুহিকন্যা। অভিনয় থেকে নাকি দূরেই থাকতে চান।

Juhi Chawla's Daughter Jahnavi Mehta at IPL 2025 Auction, is she new 'National Crush'
Published by: Suparna Majumder
  • Posted:November 26, 2024 10:21 am
  • Updated:November 26, 2024 7:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের মতোই মিষ্টি হাসি। বাবার মতো বুদ্ধিদীপ্ত চেহারা। আইপিএলের নিলামে (IPL 2025 Auction ) অংশ নিয়ে রাতারাতি ‘ন্যাশনাল ক্রাশ’ জুহি চাওলার (Juhi Chawla) মেয়ে জাহ্নবী মেহতা (Jahnavi Mehta)। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর ছবি। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন স্টারকিডকে।

Jahnavi-Mehta-2

Advertisement

১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেছিলেন জুহি। জাহ্নবীর জন্ম হয় ২০০১ সালে। অর্থাৎ এখন তাঁর বয়স মাত্র ২৩ বছর। ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো জাহ্নবী। ধীরুভাই আম্বানি স্কুলে পড়েছেন তিনি। সেখানকার সেরা ১০ পড়ুয়াদের মধ্যে ছিলেন। এর পর জাহ্নবী চলে যান ইংল্যান্ডে। গ্র্যাজুয়েশন জাহ্নবী করেছেন আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে।

নিজের সাক্ষাৎকারে যখনই মেয়েকে নিয়ে কথা বলেছেন, তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জুহি চাওলা। জানিয়েছেন, তাঁর মেয়ে পড়াশোনায় খুবই ভালো। প্রত্যেক পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে। তবে মায়ের মতো অভিনয়ের জগতে আসতে চান না জাহ্নবী। তিনি নাকি লেখিকা হতে চান। ক্রিকেটের বড় ভক্ত জাহ্নবী। মাত্র ১৭ বছর বয়স থেকেই তিনি আইপিএল নিলামে অংশ নিচ্ছেন এবং জুহিকন্যাই নাকি নিলামে দর হাঁকা কনিষ্ঠতম ব্যক্তিত্ব।

Juhi-Jahnvi

জাহ্নবীর বাবা জয় মেহতা যে সংস্থার চেয়ারম্যান তার মূল্য ৪,১৭১ কোটি টাকা। শোনা যায়, জয় মেহতার ব্যক্তিগত সম্পত্তি ও অ্রর্থের পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। এরই অন্যতম উত্তরসূরি জাহ্নবী। শাহরুখ খানের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় অংশীদার জুহি ও তাঁর স্বামী জয় মেহতা। সেই সূত্রেই নিলামে অংশ নেন জাহ্নবী। এর আগে আরিয়ান-সুহানার পাশে দেখা গিয়েছে তাঁকে। তবে এবারে একাই সমস্ত কিছু সামলাচ্ছেন। তাঁর ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসে মুগ্ধ নেটপাড়া। তাই তো দিয়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’-এর খেতাব।

Jahnavi-Mehta-1

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement