সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এসেছে যিশু সেনগুপ্তর জীবনের নতুন নারীর ছবি। গুঞ্জন অনুযায়ী, গুজরাটের কন্যা শিনাল সুর্তিই নাকি যিশুর মন কেড়েছেন! আর এই শিনালের কারণেই নাকি যিশু- নীলাঞ্জনার সংসারে আগুন! তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি নীলাঞ্জনা বা যিশু। শুধু সোশাল মিডিয়ায় নানারকম ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন নীলাঞ্জনা। যিশু একেবারেই চুপ। তবে শুধুই নীলাঞ্জনা নয়, মাকে নিয়ে বিশেষ পোস্ট দিয়েছেন যিশুকন্যা সারা সেনগুপ্ত। সারার লিখেছেন, ”খেলার জন্য তৈরি সবচেয়ে শক্তিশালী নারী।” আর এবার মেয়ের সেই পোস্টেই মনের কথা খোলসা করলেন নীলাঞ্জনা। নীলাঞ্জনা লিখলেন, ”সোনা মেয়ে আমার, এ ভাবেই মুখে যেন হাসি লেগে থাকে।”
প্রসঙ্গত, যিশু বর্তমানে টলিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ব্যস্ত। জাত অভিনেতা হিসেবে নিজেকে চিনিয়ে দিয়েছেন। বেশিরভাগ সময়ই মুম্বইতে ব্যস্ত থাকেন তিনি। শোনা যাচ্ছে, সেখানেই নাকি কাউকে মন দিয়ে ফেলেছেন (অভিনেত্রী নন)! আর সেই তৃতীয় ব্যক্তির জন্যই সংসারে অশান্তি। দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী-প্রযোজক। ডিহাইড্রেশনে ভুগেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল। তবে এখন নীলাঞ্জনার সোশাল ওয়ালে মন খারাপের ভিড়। কখনও নিজের পিঠ চাপড়ে কঠিন সময়কে জয় করার পোস্ট দেখা যাচ্ছে, আবার কখনও বা নীলাঞ্জনা তাঁর কাছের মানুষ হিসেবে দুই মেয়ে সারা-জারা এবং বোন চন্দনার কথা উল্লেখ করেছেন। বিধ্বস্ত অবস্থাতেও সুন্দর থাকার পাঠ দিয়েছেন নীলাঞ্জনা (Nilanjanaa Sengupta )।
২০০৪ সালে নীলাঞ্জনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন যিশু সেনগুপ্ত। ধারাবাহিক, টেলিসিরিজের পর্দায় যিশু তখন জনপ্রিয় মুখ। অঞ্জনা ভৌমিকের জেষ্ঠকন্যা নীলাঞ্জনাও তখন অভিনয়জগতে বেশ জনপ্রিয়। তার পর যিশু-নীলাঞ্জনার প্রেমমাখা সুখের সংসার সারা এবং জারা দুই কন্যাসন্তান এল। সন্তান-সংসারই নীলাঞ্জনার ধ্যানজ্ঞান হয়ে ওঠে। এদিকে টলিউড, বলিউডের একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত তখন যিশু। এই কর্মব্যস্ততাই কি যিশু-নীলাঞ্জনার দূরত্ব বাড়াল? দুজনেরই অবশ্য মুখে কুলুপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.