Advertisement
Advertisement

Breaking News

Jaya Ahsan

‘মন রে কৃষিকাজ জানো…’, শীতের বেলায় সবুজের অভিযানে জয়া আহসান

নিজের সাধের বাগানে কী কী শাকসবজির চাষ করলেন অভিনেত্রী?

Jaya Ahsan: Actress shared video of her farming
Published by: Suparna Majumder
  • Posted:December 10, 2024 5:17 pm
  • Updated:December 10, 2024 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাঁধেন ভালো সুন্দরী এ, বাঁধেন ভালো চুল…’, ঠিক যেমন জয়া আহসান (Jaya Ahsan)। অভিনেত্রী হয়ে যখন ক্যামেরার সামনে আসেন দর্শকদের করে দেন মন্ত্রমুগ্ধ। আবার কাস্তে হাতে মাঠে নেমে দিব্যি কৃষিকাজ করতে পারেন। ফলাতে পারেন সবজি। শীতের এই মরশুমে দারুণ দারুণ শাকসবজি ফলিয়েছেন বাংলাদেশি তারকা। কী কী রয়েছে তাঁর সাধের বাগানে? নিজেই তা জানালেন ভিডিও শেয়ার করে।

Jaya-Farming-1

Advertisement

‘হাতে মাটি, মাথার উপর সূর্য, মনের মাঝে প্রকৃতি, চাষবাসের জীবনই সেরা জীবন’, ক্যাপশনে একথা লিখেই নিজের চাষবাসের ভিডিও শেয়ার করেছেন জয়া। শীতের একাধিক সবজি চাষ করেছেন নায়িকা। নিজের হাতে তুললেন বিশাল বিশাল ফুলকপি। তার পর চলে গেলেন ধনেপাতা গাছের কাছে। কাস্তে দিয়ে কেটে সেগুলিও নিয়ে নিলেন সংগ্রহে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

বেগুনও চাষ করেছেন জয়া। তাঁর বাগানে রয়েছে সিম, লাল শাক, পালং শাক, স্কোয়াশের মতো শাকসবজিও। আর এই সমস্ত ফলন দেখাশোনার জন্য রয়েছে এক পাহারাদার। এই পাহারাদার আর কেউ নয়, জয়ার আদরের পোষ্য। নায়িকার পায়ে পায়েই সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে সে। কখনও চলে যাচ্ছে বেগুনের গাছের নিচে, আবার কখনও স্কোয়াশের ওখানে ঘোরাঘুরি করছে।

দুই বাংলার প্রিয় অভিনেত্রী জয়া আহসান। দর্শকদের এমন ‘বিনিসূতোয়’ বেঁধে ফেলেন যার টান এড়ানো মুশকিল। চলতি বছরে অভিনেত্রীকে দেখা গিয়েছে বাংলাদেশি সিনেমা ‘পেয়ারার সুবাস’-এ। সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ সিনেমাতেও জয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। সৌকর্য পরিচালিত ‘ওসিডি’ সিনেমাতেও দেখা যাবে জয়াকে। নিজের জন্মদিনে ছবির ফার্স্টলুক টিজার সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। যার ক্যাপশনে লেখা ছিল, ‘চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে #OCD এবার প্রাণপণে সরাবে জঞ্জাল!’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement