Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

‘জিগরা’র ভরাডুবির পর দক্ষিণে মন আলিয়ার! ‘ব্লকবাস্টার’ পরিচালকের সঙ্গে বাঁধছেন জুটি?

এই পরিচালকের শেষ মুক্তি পাওয়া সিনেমা হাজার কোটির বেশি ব্যবসা করেছে।

Is Alia Bhatt in Kalki director Nag Ashwin's next, here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:November 10, 2024 2:25 pm
  • Updated:November 10, 2024 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বক্স অফিসে মুক্তি পেয়েও কামাল দেখাতে পারেনি আলিয়া ভাটের ‘জিগরা’। করণ জোহরের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছিলেন আলিয়া। কিন্তু ছবি তৈরি করতে যা খরচ হয়েছে, বাজেটের সেই অর্থটুকুও ফেরত পাননি। এতেই নাকি বেশ হতাশ অভিনেত্রী। শোনা যাচ্ছে, এবার দাক্ষিণাত্যে মন দিতে চলেছেন আলিয়া। সেখানকার এক ‘ব্লকবাস্টার’ পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের ‘গাঙ্গুবাই’।

কে এই পরিচালক? নাগ অশ্বিণ। তাঁর পরিচালনাকেই ‘Kalki 2898 AD’ সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোণ, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়রা। ৬০০ কোটি বাজেটের ‘কল্কি’ চলতি বছরের ২৭ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছিল। প্রায় ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে সারা বিশ্বে। ছবির দ্বিতীয় ভাগের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Advertisement

Alia-Nag

শোনা গিয়েছে, মহিলা কেন্দ্রিক ছবি তৈরি করতে চলেছেন নাগ অশ্বিণ। আর তাতেই মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়াকে। গল্প কেমন? সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর মানলে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হয়ে যাবে। হায়দরাবাদের প্রযোজনা সংস্থা বৈজন্তী ফিল্ম নাকি ছবিটি প্রযোজনা করছে। উল্লেখ্য, এই সংস্থার সঙ্গে যুক্ত অশ্বিণের স্ত্রী প্রিয়াঙ্কা দত্ত।

প্রসঙ্গত, ‘জিগরা’র ভরাডুবির পর আলিয়া ও করণকে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল। ছবি নির্মাতাদের বিরুদ্ধে ‘ফেক কালেকশন’ দেখানোর অভিযোগ এনেছিলেন অভিনেত্রী-প্রযোজক দিব্যা খোসলা। রটনা, তিক্ততা এই পর্যায়ে গিয়েছে যে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল পার্ক’ ছবি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্ত্রীর অপমানের জেরেই নাকি ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। কারণ অভিনেত্রী-প্রযোজক দিব্যা ছবির অন্যতম প্রযোজনা সংস্থা টি-সিরিজের মালিক ভূষণ কুমারের স্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement