Advertisement
Advertisement
IND vs AUS

পারথ টেস্টের মাঝেই প্রথমবার ক্যামেরাবন্দি অকায়, কার মতো দেখতে বিরুষ্কাপুত্রকে?

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ছবি।

IND vs AUS: Was Virat’s son Akaay’s face accidentally revealed during Perth Test?
Published by: Suparna Majumder
  • Posted:November 24, 2024 5:28 pm
  • Updated:November 24, 2024 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানদের লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু ক্যামেরা কি আর সব সময় সাবধানী থাকতে পারে? অসতর্ক মুহূর্ত ঠিক ধরা পড়ে যায়। তেমনই হল অকায় কোহলির ক্ষেত্রে। পারথ টেস্টের (IND vs AUS) মাঝেই প্রথমবার ক্যামেরাবন্দি বিরুষ্কাপুত্র। দাবানলের মতো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি।

Akaay-Viral-Pic

Advertisement

২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট-অনুষ্কার মেয়ে ভামিকার জন্ম হয়। সেই থেকেই মেয়েকে আড়ালে রেখেছেন তারকা দম্পতি। মাঝে ভামিকার ছবিও ফাঁস হয়ে গিয়েছিল। আর তার জন্য সেসময় সংবাদমাধ্যমকে একহাত নিয়েছিলেন অভিনেত্রী। অকায়ের জন্মের পরও প্রচুর রাখঢাক ছিল। কিন্তু পারথ টেস্টের মাঝেই ক্যামেরায় ধরা পড়ে অকায়ের মিষ্টি ছবি। ভাইরাল এই ছবি তখন তোলা যখন অনুষ্কা মন দিয়ে বিরাট কোহলির ব্যাটিং দেখছিলেন। অকায় তাঁর পিছনে এক ব্যক্তির কোলে ছিল।

 

কেমন দেখতে হল বিরাট-অনুষ্কার পুত্রসন্তান? অনুরাগীদের কৌতূহলের অন্ত ছিল না। অনেকেই অকায়ের মুখদর্শনের অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষা এতদিনে পূরণ হল। যদিও ছবিগুলো একটু ঝাপসা! কিন্তু এই বা কম কীসে? বলছেন নেটিজেনরা। 

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি অকায়ের জন্ম হয়। তার পরে সোশাল মিডিয়ায় সুখবর দেন বিরাট ও অনুষ্কা। তারকা দম্পতির যৌথ বিবৃতিতে লেখা ছিল, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান এবং ভামিকার ভাই অকায় জন্ম নিয়েছে। এই আনন্দের দিনে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ চাই। আশা করি, আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানাবেন।’

অনেক ভেবেচিন্তেই ছেলের নাম অকায় রেখেছেন বিরুষ্কা। হিন্দিতে একটি শব্দ রয়েছে ‘কায়া।’ এর অর্থ শরীর। সেই সূত্রেই অকায় শব্দের অর্থ যে নিজের শরীরের থেকেও বেশি কিছু। তুর্কি ভাষায় অকায়ের মানে ‘উজ্জ্বল চাঁদ।’ যদিও ঠিক কোন অর্থের কারণে নিজেদের নবজাতকের নাম অকায় রেখেছেন, তা অবশ্য এখনও স্পষ্ট করেননি তারকা দম্পতি। তবে ভূমিষ্ঠ হয়েই যে সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং অকায়, তা আর বলার অপেক্ষা রাখে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement