Advertisement
Advertisement
Ileana D'Cruz

জন্মের ১১ মাস পর ছেলের মুখ দেখালেন ইলিয়ানা, কেমন দেখতে কোয়াকে?

বিয়ের তিন মাসের মধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।

Ileana D'Cruz shares a glimpse of her life lately with her baby boy Koa
Published by: Suparna Majumder
  • Posted:June 8, 2024 8:03 pm
  • Updated:June 8, 2024 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের মে মাসে বিয়ে করেছিলেন। ছেলের জন্ম হয়েছিল আগস্টে। এতদিন পর ছেলের মুখ দেখালেন ইলিয়ানা ডিক্রুজ (Ileana D’Cruz)। মিষ্টি ছবি ও ভিডিওর কোলাজ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। তা দেখেই মুগ্ধ অভিনেত্রীর অনুরাগীরা।

ছবি: ইনস্টাগ্রাম

Advertisement

অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের (Andrew Kneebone) সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তাঁর সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। এর পর শোনা গিয়েছিল, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা। কিন্তু এই রটনা বেশি দিন টেকেনি।

Ileana-son-1

[আরও পড়ুন: ‘বাবা, বেবি ও…’, ভোট মিটতেই সন্তানদের নিয়ে ফুকেত ভ্রমণে রাজ-শুভশ্রী]

গত বছর ইলিয়ানার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। অভিনেত্রীর সন্তানের বাবা কে? তা নিয়ে খানিক জলঘোলাও হয়। জানা যায়, ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। তাঁদের সন্তান কোয়ার জন্ম হয় আগস্ট মাসে। সেই অনুযায়ী এখন কোয়ার বয়স ১১ মাস।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা জানিয়েছিলেন। অবসাদ এতটাই ছিল যে কোয়ার ঠিকমতো যত্নও নিতেন না তিনি। কেমন এক অপরাধ বোধ কাজ করত মনের মধ্যে। এর পর চিকিৎসকের পরামর্শ নেন ইলিয়ানা। তখনই পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসবোত্তর বিষণ্ণতার কথা জানতে পারেন। এই সমস্যা সন্তানের জন্মের পর যেকোনও সময়ে হতে পারে। সাধারণ প্রথম বছরের মধ্যেই হয়। তীব্র হতাশা, রাগ, দুঃখ, অস্থিরতা হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না হলে বিপদ বাড়তে পারে। তবে ইলিয়ানা চিকিৎসকের কথা মেনে ওষুধ খেয়েছেন। এখন ভালো আছেন অভিনেত্রী। আর কোয়ার সঙ্গে দিব্যি সময় কাটছে তাঁর।

[আরও পড়ুন: ‘পদাতিক’-এর প্রথম গানেই চমক, সোনু নিগম ও অরিজিৎ সিংয়ের সুরেলা সঙ্গম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement