Advertisement
Advertisement

Breaking News

Kareena Kapoor IIFA 2025

রাজ কাপুরের ‘যোগ্য উত্তরসূরী’ করিনা, আইফার মঞ্চে স্যুট-হ্যাট পরে শ্রদ্ধার্ঘ্য ‘শোম্যান’ ঠাকুরদাকে

ঠাকুরদা রাজ কাপুরের লুকে বাজিমাত করিনার। IIFA-য় বেবোকে দেখেই খোঁজ পড়ল রণবীরের কাপুরের।

IIFA 2025: Kareena Kapoor pays heartfelt tribute to Raj Kapoor
Published by: Sandipta Bhanja
  • Posted:March 10, 2025 5:32 pm
  • Updated:March 10, 2025 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইফা’র মঞ্চে প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের সঙ্গে দেখা হওয়ার পরই নাকি বোবোর চেহারার লাবণ্য বেড়ে গিয়েছে! নেটপাড়ার দাবি অন্তত তেমনটাই। রসিক স্বভাবের করিনা কাপুরের (Kareena Kapoor) জুড়ি মেলা ভার। উৎসব-অনুষ্ঠানে পারিবারিক আড্ডা থেকে বলিউডের হাইপ্রোফাইল পার্টি, সর্বত্রই মধ্যমণি হিসেবে নজর কাড়েন করিনা কাপুর খান। এবার ২৫তম আইফা অনুষ্ঠানের মঞ্চে বাজিমাত করলেন ঠাকুরদা রাজ কাপুরের (Raj Kapoor) লুকে।

চলতি বছর শতাব্দীর সেরা ‘শোম্যান’-এর জন্মশতবার্ষিকী চলছে। সেই উপলক্ষেই আইফার মঞ্চে ঠাকুরদাকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানালেন বেবো। পরনে স্যুট, মাথায় হ্যাট। কাঁধে রাখা লাঠিতে ঝোলা নিয়ে রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ ছবির লুক ‘রিক্রিয়েট’ করেছিলেন করিনা। জয়পুরে রবিবাসরীয় জলসা একেবারে মাতিয়ে দেন অভিনেত্রী। ‘মেরা জুতা হ্যায় জাপানি’ থেকে ‘প্যায়ার কা নগমা হ্যায়’-এর মতো রাজ কাপুরের সিনেমার একাধিক গানে পারফর্ম করতে দেখা যায় তাঁকে। মঞ্চে বেবো কখনও স্যুট, হ্যাট পরে রাজ কাপুরের ভূমিকায় আবার কখনও শাড়ি পরে নার্গিসের অবতারে ধরা দেন। বেবোর এহেন হাইভোল্টেজ পারফরম্যান্সের ঝলক দেখে নেটাপাড়াও ধন্য ধন্য করছে। তবে একাংশ আবার রাজ কাপুরের বেশে নাতনি করিনাকে দেখে নাতি রণবীর কাপুরের খোঁজ করলেন।

Advertisement

আইফার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে করিনা কাপুরের নাচের ভিডিও শেয়ার করে লেখা হয়েছে- “রাজ কাপুরের প্রতি করিনার এই সুন্দর শ্রদ্ধাঞ্জলি আমাদের রজতজয়ন্তী উদযাপনকে আরও বিশেষ করে তুলল। আমরা সত্যিই মুগ্ধ।” আর ঠাকুরদার ভূমিকায় ধরা দিয়ে করিনা কী বলছেন? বেবো ততটাই উচ্ছ্বসিত, যতটা তাঁর অনুরাগীরা। অভিনেত্রী তাঁর আইফা পারফরম্যান্সের ঝলক ইনস্টা স্টোরিতে শেয়ার করে লিখেছেন- ‘সেরা শোম্যানের ম্যাজিক টিভির পর্দায় আপনারা কবে দেখবেন? আমার তো আর তর সইছে না!’ এদিকে বেবোর আইফা পারফরম্যান্স দেখে অনুরাগীরদের মন্তব্য, ‘রাজ কাপুরের যোগ্য উত্তরসূরী।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement