Advertisement
Advertisement
Salman Khan

প্রাণনাশের হুমকির মাঝেই ফের নিশানায় সলমন! ভাইজানের বাড়ির সামনে চলল গুলি

ভোর পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে বলেই খবর।

Gunshots Heard Outside Salman Khan's Residence Salman Khan

ফাইল ছবি

Published by: Suparna Majumder
  • Posted:April 14, 2024 9:01 am
  • Updated:April 14, 2024 9:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নববর্ষের সকালেই বিপদের আশঙ্কা। সলমন খানের (Salman Khan) বাড়ির সামনে চলল গুলি। তাতেই তীব্র আতঙ্ক। শোনা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে। বাইকে করে দুষ্কৃতীরা এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তার পর পালিয়ে যায়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে।

Salman PTI

Advertisement

উল্লেখ্য, কিছুদিন আগেই ইদ ছিল। সেই সময় গ্যালাক্সির বাইরে এসে অনুরাগীদের সঙ্গে দেখাও করেন সলমন। কিন্তু তার পরই ঘটল এই ঘটনা। বিষ্ণোই গ্যাংয়ের বার বার প্রাণনাশের হুমকির জেরে ইতিমধ্যেই বলিউডের ‘দাবাং’ খানের নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ। বুলেট প্রুফ গাড়িও কেনা হয়েছে। কিন্তু আচমকা এই ঘটনা চিন্তা বাড়িয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: ‘কারও বাপের ইন্ডাস্ট্রি নয়…’, নেপোটিজম নিয়ে বিস্ফোরক বিদ্যা]

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমন খানের বিরুদ্ধে। তারপর থেকেই সলমনকে নিজের শত্রু হিসেবে মানে লরেন্স বিষ্ণোই। এর আগে একাধিকবার সলমন খানকে হুমকি দিয়েছে সে। সুপারস্টারের প্রাণনাশের হুঁশিয়ারিও নাকি দেওয়া হয়েছে। শোনা যায়,  বিষ্ণোইর হিট লিস্টে থাকা ১০ জনের মধ্যে সবার আগে সলমনের নাম রয়েছে।

Salman

সলমন ও তাঁর পরিবারের কাছ থেকে তোলা আদায় করার চেষ্টা চলছে। দেওয়া হয়েছে হুমকি চিঠি। এমন কথাও শোনা গিয়েছে। সূত্রের খবর, হুমকি চিঠিগুলির নিচে ‘LB-GB’ লেখা থাকছে। মনে করা হচ্ছে লরেন্স বিষ্ণোইর নাম হিসেবে ‘LB’ লেখা হচ্ছে। আর ‘GB’ লেখা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি। পাঞ্জাবী সংগীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala) হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত সে। পুলিশ সূত্রে খবর, সিধুর খুনের দায় স্বীকার করেছে কানাডার কুখ্যাত এই গ্যাংস্টার।

[আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, শুরু ইরান-ইজরায়েল যুদ্ধ! ষড়যন্ত্র সফল হামাসের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement