Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

বিদেশের মাটিতে বৃদ্ধকে ধাক্কা শাহরুখের! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

কিং খান এমন কাজ করতে পারেন?

Did Shah Rukh Khan 'pushes old man' at Locarno film festival red carpet, Here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:August 11, 2024 3:10 pm
  • Updated:August 11, 2024 3:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমায় অবদানের জন্য বিদেশের মাটিতে সম্মানিত শাহরুখ খান (Shah Rukh Khan)। সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে পার্দো আলা কারিয়ারা আসকোনা-লোকার্নো টুরিজম পুরস্কার গ্রহণ করেছেন। কিন্তু বিপত্তি রেড কার্পেটের ভাইরাল ভিডিও নিয়ে। অভিযোগ, ছবি তোলার সময় এক বৃদ্ধকে ধাক্কা দিয়েছেন কিং খান।

SRK-2

Advertisement

ব্ল্যাক স্যুটে সেজে ৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন শাহরুখ। রেড কার্পেটে তাঁকে দেখা মাত্রই ফটোশিকারিদের হুড়োহুড়ি পড়ে যায়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ ব্যক্তি কিং খানের ছবির ফ্রেমে ঢুকে পড়ছিলেন। বিষয়টি টের পেয়েই তাঁর দিকে এগিয়ে যান শাহরুখ। দুই হাত দিয়ে তাঁকে ধাক্কা মেরে পিছনে ঠেলে দেন।

 

 

[আরও পড়ুন: সইফপুত্র ইব্রাহিমের সঙ্গে কাজলের নয়া সমীকরণ! প্রাক্তন নায়কের ছেলেকে নিয়ে কী বললেন অভিনেত্রী?]

ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে তা সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর তাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, “এই কারণেই ভারতীয় দর্শক শাহরুখ খানকে অপছন্দ করেন। লজ্জা হওয়া উচিত!” যদিও শাহরুখ অনুরাগীদের দাবি, কিং খান মজার ছলেই কাজটি করেছেন। আর তিনি ওই বৃদ্ধকে আগে থেকে চেনেন। লোকার্নো চলচ্চিত্র উৎসবের বিশেষ সম্মানের জন্য কিং খানকে শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা।

SRK-X-Post

SRK-X-Post-1

সম্প্রতি প্যারিসের গ্রেভিন মিউজিয়ামেরও তরফ থেকেও শাহরুখ খানকে বিশেষ সম্মান দেওয়া হয়। সেখানকার মিউজিয়ামে রাখা হয়েছে শাহরুখের স্বর্ণমুদ্রা। প্যারিসের এই মিউজিয়ামে, এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

 

[আরও পড়ুন: রণজয়কে আইনি নোটিস দুই সোহিনী-সায়ন্তনীর? জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement