Advertisement
Advertisement
Deepika Padukone

দীপিকা-রণবীরের ছেলে হবে না মেয়ে? সন্তান হওয়ার দুমাস আগেই জানিয়ে দিল জ্যোতিষী

বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা।

Deepika Padukone and Ranveer Singh to welcome home a baby boy predicts astrologer
Published by: Akash Misra
  • Posted:July 6, 2024 12:34 pm
  • Updated:July 6, 2024 2:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর মাসেই দীপিকা ও রণবীরের সোনার সংসারে আসবে ছোট্ট সোনা। দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় এখন অধীর অপেক্ষায় বসে আছেন দীপবীর। কিন্তু তাঁর আগেই জনপ্রিয় এক জ্য়োতিষী জানিয়ে দিলেন দীপিকা ও রণবীরের ছেলে হবে না মেয়ে।

নানা সাক্ষাৎকারে বাচ্চা ভালোবাসার কথা জানিয়েছেন দীপিকা ও রণবীর। এমনকী, বার বারই বলেছেন, ছেলে হোক বা মেয়ে, সন্তান যাতে সুস্থ থাকে, সেটাই তাঁদের কামনা। তবে রণবীর একবার এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, তিনি চান দীপিকার মতোই যেন এক মিষ্টি মেয়ে তাঁর পরিবারে আসে। কারণ, কন্যা সন্তান তাঁর ভীষণ প্রিয়।

Advertisement

[আরও পড়ুন: রক্তাক্ত প্রতিশোধের গল্প ‘কিল’, মারকাটারি মেজাজে করণ জোহরের ‘স্টুডেন্ট’ লক্ষ্য-রাঘব]

তবে জ্য়োতিষী কিন্তু অন্য কথাই বলছেন। দীপিকা ও রণবীরের রাশি-নক্ষত্র এবং সংযোগ দেখে জ্য়োতিষী জানিয়েছেন, দীপিকার গর্ভে বড় হচ্ছে পুত্র সন্তান। রণবীর মেয়ে চাইলেও, দীপিকার প্রথম সন্তান হবে ছেলেই। জ্যোতিষীর কথায়, এই ছেলেই সুভাগ্য নিয়ে আসবে দীপবীরের সংসারে। এমনকী, জ্যোতিষীর গণনা বলছে, দীপিকার ভাগ্যে রয়েছে দুটো সন্তানের যোগ।

অভিনেত্রীর চেহারা নিয়েও কুকথা বলতে ছাড়েন অনেকে। তবে সম্প্রতি বেবি বাম্প নিয়েই ফটোশুট সারলেন। কল্কি ছবির প্রচারও করলেন। আর তার পরেই মাতৃত্বকালীন ছুটি উপভোগ করার জন্য উড়ে গেলেন লন্ডন। শোনা যাচ্ছে, অনুষ্কার মতোই দীপিকারও সন্তান ভূমিষ্ঠ হবে বিদেশের মাটিতে।

বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা। ফেব্রুয়ারির শুরুতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর বসান রণবীর ও দীপিকা। জানান সেপ্টেম্বর মাসে আসছে তাঁদের সন্তান।

[আরও পড়ুন: ৬৫ কোটির বাড়ি কিনেছেন জাহ্নবী! মোট কত সম্পত্তি শ্রীদেবীকন্যার?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement