Advertisement
Advertisement

Breaking News

Deepika Padukone

মেয়েকে বুকে আগলে বিমানবন্দরে দীপিকা, কোথায় চললেন?

বিমানবন্দরে রণবীর সিংও ছিলেন।

Deepika Padukone and Ranveer Singh step out with daughter Dua, see pictures
Published by: Suparna Majumder
  • Posted:November 8, 2024 4:29 pm
  • Updated:November 8, 2024 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে দুমাস হয়ে গেল। গত ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন দীপিকা পাড়ুকোণ। তাঁর ও রণবীর সিংয়ের জীবন আলো করে এসেছিল দুয়া। শুক্রবার দুমাসের মেয়েকে বুকে আগলে নিয়ে বিমানবন্দরে পৌঁছে যান তারকা যুগল। কোথায় গেলেন দীপিকা-রণবীর? তা নিয়ে কৌতূহলের অন্ত নেই। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি ও ভিডিও।

Deepika Padukone, Ranveer Singh slammed for choosing ‘Muslim’ name for daughter Dua

Advertisement

ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁর রণবীরের সন্তান। ৮ সেপ্টেম্বর মেয়ের জন্মের কথা জানান তারকা দম্পতি। মেয়ের জন্মের তারিখ জানিয়ে লেখেন, ‘বেবি গার্ল তোমায়’ স্বাগত। দিন ছয়েক আগে দীপাবলির অবসরে মেয়ের ছোট্ট দুটো পায়ের ছবি শেয়ার করেন দীপিকা। জানান তাঁর ও রণবীর সিংয়ের মেয়ের নাম রাখা হয়েছে দুয়া পাড়ুকোণ সিং।

শুক্রবার বিমানবন্দরে যাওয়ার পথে গাড়িতেই মেয়ে-সহ ক্যামেরাবন্দি হন দীপিকা। মেয়েকে নিয়ে বাড়তি সতর্ক অভিনেত্রী। ক্যামেরার ফ্ল্যাশবাল্বের থেকে বাঁচাতে তাকে বুকে আগলে রেখেছিলেন। ছবি দেখে যা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী গোলাপি পোশাক ছিল দুয়ার পরনে। রণবীর সিংও মেয়ের সঙ্গে ম্যাচিং করে গোলাপি পুলওভার পরেছিলেন। মনে করা হচ্ছে, মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছেন তারকা দম্পতি। আবার বেঙ্গালুরুতেও যেতে পারেন। হয়তো দীপিকা কয়েকটা দিন মা-বাবার কাছে থাকবেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। এর পর কেরিয়ারেই মন দেন দুই তারকা। বিয়ের এতদিন বাদে পেলেন সন্তানসুখ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement