Advertisement
Advertisement

Breaking News

Bonny Sengupta

‘দাদা, বিজেপি রাগ করবে’, তৃণমূলের হয়ে ভোটপ্রচার করতেই ট্রোলের মুখে বনি!

পদ্মের মায়া কাটিয়েছেন আগেই! এবার তৃণমূলের হয়ে ভোটপ্রচার অভিনেতার।

Bonny Sengupta campaigns for TMC, actor got trolled
Published by: Sandipta Bhanja
  • Posted:May 17, 2024 10:18 am
  • Updated:May 17, 2024 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা পিয়া সেনগুপ্ত তৃণমূল ঘনিষ্ঠ বহু বছর ধরেই। প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়ও বর্তমানে ঘাসফুল শিবিরের সক্রিয় সদস্য। একুশের বিধানসভা ভোটে তো অভিনেত্রী তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর কেন্দ্র থেকে লড়েও ছিলেন মুকুল রায়ের বিরুদ্ধে। তবে ভোটবাক্সে পরাস্ত হলেও কৌশানী কিন্তু নেত্রীর লড়াই জারি রেখেছেন ময়দানে। ভোটের আবহে প্রচারেও বেরচ্ছেন দলের হয়ে। তবে এবার নির্বাচনী আসরে দেখা গেল বনি সেনগুপ্তকে (Bonny Sengupta)।

একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সকলকে চমকে দিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন বনি। যদিও সেইসময়ে যোগদান করা বাকি তারকারা যশ, শ্রাবন্তী, তনুশ্রীরা টিকিট পেলেও বনি সেনগুপ্তর কপালে তখন টিকিট জোটেনি! বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তখন থেকেই। তারপর বিধানসভা ভোটে গেরুয়া শিবির বাংলায় হারলে, দল ছাড়েন অভিনেতা। বছর তিনেক বাদে আবারও রাজনীতির মাঠে দেখা গেল ‘টলিউডের হিরো নম্বর ওয়ান’কে। তবে এবার তৃণমূলের হয়ে ভোটপ্রচারে নেমেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: কর্মই ধর্ম! ভাঙা হাতেই কানের রেড কার্পেটে ঐশ্বর্য, তবুও পাশে নেই অভিষেক বচ্চন]

বৃহস্পতিবার নৈহাটিতে প্রচারে গিয়েছিলেন বনি সেনগুপ্ত। বারাকপুরে তৃণমূলের প্রার্থী এবার পার্থ ভৌমিক। বিজেপির অর্জুন সিংয়ের বিরুদ্ধে তাঁর লড়াই। সেখানেই এবার তৃণমূলের হয়ে ভোটপ্রচার করলেন বনি সেনগুপ্ত। অভিনেতার অনুরাগীরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বনি নিজেও তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন সেসব পোস্ট। আর সেসব ছবি ভাইরাল হতেই ফের একবার ট্রোলের মুখে বনি সেনগুপ্ত। নেটপাড়ার রসিকতা, “দাদা বিজেপি রাগ করবে।” যদি নিন্দা-সমালোচনা নিয়ে অভিনেতা বরাবরই নিশ্চুপ!

[আরও পড়ুন: ‘কেঁদে ফেলেছিল মা-বোন’, সুনীলের অবসরের সিদ্ধান্তে আবেগপ্রবণ শ্যালক সাহেবও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement