Advertisement
Advertisement
Akshay Kumar

ফিরছে ‘মঞ্জুলিকা’, শুরু ‘ভুলভুলাইয়া ৪’ ছবির প্রস্তুতি, কার্তিকের সঙ্গে এবার জুটিতে অক্ষয়?

ছবি মুক্তির চার দিনের মধ্যেই ১২৫ কোটির ব্যবসা করেছে 'ভুলভুলাইয়া ৩'।

Bhushan Kumar revealed that Akshay Kumar and Kartik Aaryan may collaborate for Bhool Bhulaiyaa 4
Published by: Akash Misra
  • Posted:November 7, 2024 10:15 am
  • Updated:November 7, 2024 11:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভুলভুলাইয়া ৩’র বিজয়রথ চলছে। সবমিলিয়ে মুক্তির কয়েকদিনে ছবি আয় করতে পেরেছে ১২৫ কোটিরও বেশি। আশা করা হচ্ছে, ব্যবসার গ্রাফ এরকম থাকলে খুব শীঘ্রই ২০০ কোটি পার করবে এই ছবি।  যত সপ্তাহ এগোচ্ছে ভুলভুলাইয়া ৩-র ব্যবসা বেড়েই চলেছে। এবার খবর, ছবির এমন সাফল্য নিয়েই ইতিমধ্য়েই ‘ভুলভুলাইয়া ৪’ ছবির প্রস্তুতি শুরু করে ফেলেছেন অনীশ বাজমি। বলিউড সূত্র বলছে, ইতিমধ্যেই নাকি চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন অনীশ। ‘ভুলভুলাইয়া ৩’র মতোই, এই ছবির চতুর্থ পর্বতেও থাকবে প্রচুর চমক। শোনা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে যেমন ‘মঞ্জুলিকা’ অবতারে ফিরেছেন বিদ্যা বালান। চতুর্থ পর্বেও থাকছেন তিনি। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া ৪’-এ নাকি দেখা যেতে পারে অক্ষয় কুমার ও কিয়ারা আডবাণীকেও। তবে এখনই এই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ ছবির টিম।

ঠিক ১৭ বছর আগে মুক্তি পায় ‘ভুলভুলাইয়া’। যা কিনা সাইকোলজিক্যাল থ্রিলারের ঘরানাকে মেনেই তৈরি করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। হঠাৎ করেই ২ বছর আগে পরিচালক অনীশ বাজমি ‘ভুলভুলাইয়া’কে করে তুললেন হরর-কমেডি। ‘ভুলভুলাইয়া ৩’র গল্প, দুই বোন মঞ্জুলিকা-অঞ্জুলিকা, ভাই দেবেন্দ্রকুমার এবং রাজ সিংহাসন দখলের। মঞ্জুলিকা-অঞ্জুলিকা একাধারে যোদ্ধা ও দুরন্ত নৃত্যশিল্পী। কিন্তু তবুও রাজ সিংহাসন জোটে রাজকুমার দেবেন্দ্রর কপালে। ব্যস, হিংসার আগুন। বদলা। ক্ষমতার লড়াই। আর সঙ্গে পরিচালক টেনে আনেন, ভয়ের ছবির পুরনো ফর্মুলা পুর্নজন্মকে। যেখানে মঞ্জুলিকা-অঞ্জুলিকা হয়ে ওঠেন মন্দিরা (মাধুরী দীক্ষিত) এবং মলিকা (বিদ্যা বালান)।

Advertisement

একই ছবিতে মাধুরী এবং বিদ্যার উপস্থিতিতেই ‘ভুল ভুলাইয়া ৩’ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। দর্শকদের মধ্যে ‘রুহ বাবা, মঞ্জুলিকা’র ভৌতিক রসায়ন দেখতে উৎসুক ছিলেন দর্শকরা। মুক্তির আগে থেকে হু হু করে টিকিট বুকিং শুরু হয়। মেট্রো সিটিগুলিতে চড়া দামে বিক্রি হয় ‘ভুল ভুলাইয়া ৩’র টিকিট। বক্স অফিসের হিসেবেই পরিষ্কার ছিল, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। আর প্রথম সপ্তাহেই সেই অঙ্ক ১০০ কোটির ক্লাবে পৌঁছল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement