Advertisement
Advertisement
Allu Arjun

‘শিল্পীদের সম্মান করে না কংগ্রেস’, আল্লুর গ্রেপ্তারিতে তেলেঙ্গানা সরকারকে দুষলেন রেলমন্ত্রী

অবশেষে আল্লু অর্জুনের জেলমুক্তিতে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।

Ashwini Vaishnaw slammed the Congress government in Telangana for Allu Arjun Arrest
Published by: Akash Misra
  • Posted:December 14, 2024 9:32 am
  • Updated:December 14, 2024 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একরাত জেল খেটে শনিবার সকাল সকাল ছাড়া পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। ‘পুষ্পা’র সঙ্গে যে এমনটা ঘটবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি তাঁর অনুরাগীরা। এরই মাঝে আল্লুর গ্রেপ্তারি নিয়ে তেলেঙ্গনার কংগ্রেস সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। আল্লুর গ্রেপ্তারির প্রসঙ্গে অশ্বিনী স্পষ্ট বললেন, ‘শিল্পীদের এই সরকার সম্মান করে না’।

‘পুষ্পা ২’ ছবির স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। এই ঘটনায় শুক্রবার গ্রেপ্তার করা হয় দক্ষিণী তারকাকে। তাঁকে রাখা হয় হায়দরাবাদের চিক্করপল্লী জেলে। যদিও কয়েকঘন্টার মধ্যেই ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান তিনি। তবে সময় মতো রিলিজ অর্ডার জেলে না পৌঁছনোয় শুক্রবার গারদেই কাটাতে হয় আল্লু অর্জুনকে। আজ সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় পুষ্পা খ্যাত অভিনেতাকে।

Advertisement

আল্লু অর্জুনের মতো তারকার গ্রেপ্তারিকে মোটেই সুনিশ্চিন্ত পদক্ষেপ হিসেবে দেখছেন না রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। তিনি জানান, ”পুষ্পার প্রিমিয়ারে যা ঘটেছে, তার জন্য দায়ী তেলেঙ্গনা সরকার এবং স্থানীয় প্রশাসন। তাঁরাই ঠিক মতো নিরাপত্তা ব্যবস্থা করতে পারেনি। আর এখন আল্লুর কাঁধে দোষ চাপাচ্ছে। যাঁরা ওই প্রিমিয়ার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের সবার আগে শাস্তি দেওয়া উচিত। শুধু পাবলিসিটি স্টান্টের জন্য কোনও সরকারই কোনও তারকাকে এভাবে ব্যবহার করতে পারে না।”

শুক্রবার দিনভর দক্ষিণী সুপারস্টারের গ্রেপ্তারি, জেল হেফাজত, অন্তর্বর্তী জামিন পাওয়া – এসব নিয়ে সরগরম ছিল সিনেদুনিয়া। প্রিয় অভিনেতার ‘ঝুকেগা নেহি’ ভঙ্গিকে সামনে রেখেই অনুরাগীরা তাঁর মুক্তির দাবিতে শোরগোল তুলেছিলেন। তাঁর হয়ে সুর চড়ান সহকর্মীরাও। গত ৪ ডিসেম্বর, হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড়ে এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কেন খোদ অভিনেতাকে গ্রেপ্তার করা হল? সেই প্রশ্নও ওঠে। তবে এসব কিছুর পর তেলেঙ্গানা হাই কোর্ট ব্যক্তি স্বাধীনতার যুক্তিতে সুপারস্টারের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করায় হাসি ফোটে অনুরাগীদের মুখে। ধৈর্য ধরে তাঁরা অপেক্ষা করতে থাকেন, কখন জেল থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসবেন তাঁদের প্রিয় হিরো। অবশেষে আল্লু অর্জুনের জেলমুক্তিতে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement