Advertisement
Advertisement

Breaking News

Arijit Singh

অরিজিতের গান শুনে কেঁদে ভাসালেন অনুরাগী, তরুণীর কান্না দেখে কী বললেন গায়ক?

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।

Arijit Singh comforts crying fan, sits down on stage and sings 'Sajni' to make her smile
Published by: Akash Misra
  • Posted:September 17, 2024 5:09 pm
  • Updated:September 17, 2024 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরিনের সঙ্গে যুগলবন্দিতে দেখা গেল অরিজিৎকে। গায়ক নিজেই শেয়ার করেছেন সেই অনুষ্ঠানের সব মুহূর্ত। যেখানে দুই গায়ক সুপারস্টারের জমজমাট পারফরমন্সের ঝলক দেখা গেল। অরিজিৎ এড শিরিনের সঙ্গে কনসার্টের নানা রঙিন মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, গতকাল রাতের অনুষ্ঠানে এভাবে পাশে থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।” অরিজিৎ সিংয়ের শেয়ার করা পোস্টে মন উজার করে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা। অসুস্থতার পর এক মাস বিশ্রাম নিয়ে এবার মঞ্চে ফিরলেন অরিজিৎ সিং।

তবে এই গপ্পো এখানেই শেষ নয়। এই অনুষ্ঠানেই ঘটল একেবারে অন্যরকম ঘটনা। যা দেখে অরিজিতের ভক্তরা, গায়কের প্রেমে ফের পড়লেন।

Advertisement

হ্যাঁ, সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে অরিজিতের কণ্ঠে ‘ও সজনি রে’ গান শুনে হাউ হাউ করে কাঁদছেন এক তরুণী। মঞ্চ থেকেই তা দেখতে পেলেন অরিজিৎ। সঙ্গে সঙ্গে ইশারায় তরুণী নির্দেশ দিলেন, চোখের জল মুছে, মুখে হাসি ফোটাতে। অরিজিতের কথা শুনলেনও তরুণী। তার পর ফের হারিয়ে গেলেন অরিজিতের সুরেলা কণ্ঠে।

আগস্ট মাসের ২ তারিখে জানিয়েছিলেন তিনি অসুস্থ। তাই গোটা মাসের সমস্ত কনসার্ট বাতিল করে শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন গায়ক। সেই ঘোষণার পর রবিবার রাতে প্রথমবার কনসার্ট করলেন অরিজিৎ সিং। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎ সিং জানিয়েছিলেন, তাঁর শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। চিকিৎসা চলছে। তাই বাধ্য হয়েই আগে থেকে ঠিক করে রাখা এই মাসের সমস্ত শো বাতিল করতে হচ্ছে তাঁকে। সেই সঙ্গে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ লিখেছেন, “সকলকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, অসুস্থতার কারণে আগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে আমাকে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্যভীষণভাবে অপেক্ষা রয়েছেন। কিন্তু আমি অন্তর থেকে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের এই এত ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি।” তবে এবার লন্ডনে স্বমহিমায় অরিজিৎ সিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement