সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা দিনেই বক্স অফিসে বাদশার ‘জওয়ান’কে টেক্কা দিয়ে কিস্তিমাত করেছে ‘পুষ্পা ২’। বছরভর সিনেবাজারে বলিউড বনাম দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির এই দ্বৈরথ নতুন নয়। রিল লাইফে ‘পুষ্পা’ এগিয়ে গেলেও রিয়েল লাইফে আদতে শাহরুখ খানের শরণাপন্ন হতে হল তাঁকে! শুক্রবার শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রসঙ্গ উত্থাপন করতেই জেল ছাড়া পেলেন আল্লু অর্জুন (Allu Arjun)।
শুক্রবার জেল হেফাজতের ঘণ্টা খানেকের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন আল্লু। এহেন ‘নাটকীয় পট পরিবর্তন’ নিয়ে চর্চার অন্ত নেই! তবে মজার বিষয় হচ্ছে, দক্ষিণী তারকার জামিনের সঙ্গে অদ্ভূতভাবে জুড়ে গেল শাহরুখ খানের নাম। কীভাবে সম্ভব? কৌতূহলী মনে প্রশ্ন চাগাড় দেওয়া অসম্ভব নয়। তাহলে বিষয়টি আরেকটু খোলসা করে বলা যাক। অতীতে শাহরুখ খানও একবার এরকমই এক মামলায় বিতর্কে জড়িয়েছিলেন। সালটা ২০১৭ সালের জানুয়ারি মাস। সেইসময়ে ‘রইস’ সিনেমার প্রচারের জন্য মুম্বই থেকে ট্রেনে চড়ে গুজরাট গিয়েছিলেন কিং খান। ভদোদরায় শাহরুখ খানকে দেখতে মারাত্মক ভিড় হয়েছিল। সেই জনঅরণ্যকে লক্ষ্য করে বলিউড সুপারস্টার কিছু টি শার্ট ছুঁড়ে দিয়েছিলেন। আর সেগুলো লুফে নেওয়ার চেষ্টা হুড়োহুড়ি পড়ে যায়। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় জনৈক অনুরাগীর। যার জেরে শাহরুখ খানের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিল। প্রথমে গুজরাট হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট শাহরুখ খানকে মুক্তি দেয়। শীর্ষ আদালত জানিয়েছিল, শাহরুখ খান সেলেব্রিটি হলেও আর পাঁচ জন নাগরিকের মতো তাঁরও কিছু অধিকার রয়েছে। তাঁর খ্যাতি রয়েছে বলে সব ঘটনার জন্য তাঁকে দায়ী করা অনুচিত।
সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার আল্লু অর্জুনের সঙ্গে। কোর্টে এদিন দক্ষিণী সুপারস্টারের আইনজীবী শাহরুখ খানকে বেকসুর খালাসের রায়টি পড়ে শোনান। সেখানে লেখা ছিল, “পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া ব্যক্তির সঙ্গে শাহরুখের কোনও যোগ ছিল না। আল্লু অর্জুনের ক্ষেত্রেও তাই। অভিনেতা দোতলায় ছিলেন। আর ওই মহিলা অনুরাগী থিয়েটারের নীচতলায়।” আইনজীবী আরও জানান, “রাত ৯টা ৪০ মিনিটে সেখানে পৌঁছন দক্ষিণী সুপারস্টার। সেখানে আল্লু অর্জুন আসছেন বলে তো পুলিশও জানত। পুলিশ বা থিয়েটার তরফে আগাম পরিস্থিতি বুঝেও কেন কোনও তরফ থেকে অভিনেতাকে সতর্ক করে দেননি বা আসতে নিষেধ করেননি।” শাহরুখ খানের অতীত উদাহরণ শোনার পর আদালত জানায়, “আমরা নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করব।” এর পরই ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.