Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

ফের মা হচ্ছেন আলিয়া? কান মঞ্চে স্পষ্ট রণবীরঘরনির ‘বেবিবাম্প’!

রাহার প্রোমোশন! রণবীর-আলিয়ার ঘরে দ্বিতীয় সন্তান এল বলে?

Alia Bhatt Pregnant Again, Expecting Second Child With Ranbir Kapoor?
Published by: Sandipta Bhanja
  • Posted:May 24, 2025 12:29 pm
  • Updated:May 24, 2025 12:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন আলিয়া ভাট। এমনকী এক সাক্ষাৎকারে এও জানিয়েছিলেন যে, দ্বিতীয় সন্তানের নামও ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন রণবীর কাপুর এবং তিনি। এবার কান-এর লাল গালিচা থেকে আলিয়ার দ্বিতীয় লুক ভাইরাল হতেই জোর শোরগোল! স্বাভাবিকভাবেই কাপুর বাড়ির বউমার সাজপোশাকের দিকে নজর ছিল সকলের। অতঃপর আতসকাচ চোখে তৈরিই ছিলেন নেটিজেনরা। তাই অভিনেত্রীর কান লুক ভাইরাল হতেই আলিয়ার ‘বেবিবাম্প’ স্পষ্ট হওয়ার দাবি তুলেছেন তাঁরা। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার দিদি হিসেবে রাহার প্রোমোশন হচ্ছে?

Advertisement

রণবীর-আলিয়ার কন্যা রাহা কাপুর ইতিমধ্যেই বলিউডের খুদে সুপারস্টার হিসেবে নাম লিখিয়েছে। ভাট-কাপুর পরিবারের ‘নয়নমণি’ সে। তাঁকে ঘিরেই রণবীর-আলিয়ার জীবন। রাহাকে নিয়ে নিত্যদিন ‘দিদা-ঠাকুমা’ সোনি-নীতুর ঝগড়া লেগেই থাকে! আলিয়া (Alia Bhatt) আবার সম্প্রতি জানিয়েছেন, ‘মেয়ের জন্মের পর থেকে নাকি রণবীর কাপুর (Ranbir Kapoor) একেবারে বদলে গিয়েছেন।’ একসময়ে যে ছেলেকে ‘রমণীমোহন’ বলা হত, সে এখন দায়িত্ববাণ বাবা। অন্যদিকে রাহার জন্মের পর থেকে মা-বাবা রণবীর-আলিয়ার ফিল্মি কেরিয়ারের বৃহস্পতিও তুঙ্গে। একের পর এক বিগ বাজেট সিনেমা করছেন তাঁরা। এসবের মাঝেই কান-এর গালিচায় আলিয়া ভাটের দ্বিতীয় লুক দেখে নেটপাড়ার অনুমান, এবার সম্ভবত রণবীর কাপুরের ঘরে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। তাঁদের দাবি, কালো অফ শোল্ডার গাউন থেকে স্পষ্ট নাকি ফুটে উঠেছে অভিনেত্রীর বেবিবাম্প।

Ranbir Kapoor runs to give Alia Bhatt a tight hug in New Year celebrations, see video

তাহলে কি খুদে রাহা এবার দিদি হচ্ছে? সেই জল্পনা যখন তুঙ্গে তখন এপ্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি জয় শেট্টির পডকাস্টে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই অভিনেত্রী জানান, পুত্রসন্তানের জন্যেও একটি নাম ঠিক করে রেখেছেন তাঁরা। রাহার নামকরণ করেছিলেন ঠাকুমা নীতু কাপুর। সেইসময়েই পুত্রসন্তানের নাম ভেবে রেখেছিলেন রণবীর-আলিয়া। অভিনেত্রীর কথায়, ভবিষ্যতে যদি আমার ছেলে হয়, তাহলে সেই নামটাই রাখব। কখন ঘটল এসব? আলিয়া বলছেন, “আমি আর রণবীর যখন মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিল সকলে। সেখান থেকেই একটি পুত্রসন্তানের নাম আমার আর রণবীরের ভালো লেগে যায়। আমার শাশুড়ি তখনই মেয়ে হলে ‘রাহা’ নাম রাখার প্রস্তাব দেন। উনি বলেছিলেন, পুত্রসন্তানের নামের সঙ্গে এটা খুব ভালো মিলে যাবে। ভবিষ্যতে দুই সন্তানের নামও তাহলে মিলে যাবে। তখনই আমি আর রণবীর এক ছেলে এবং এক মেয়ের নাম ঠিক করে রেখেছি।” সেই নামটি যদিও জানাননি তখন আলিয়া, তবে তারকাদম্পতি যে দ্বিতীয় সন্তানের পরিকল্পনায় রয়েছেন, সেই ইঙ্গিত স্পষ্ট। এবার কান-এর কার্পেটে আলিয়ার স্ফীতোদর দেখে সেই ইঙ্গিত মিলিয়েই দুয়ে দুয়ে চার করে ফেলল নেটপাড়া।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub