Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt

অপারেশন সিঁদুর আবহে মন সায় দেয়নি, এবার বড় চমক দিতে ফ্রান্সের পথে আলিয়া

'বিগ ফ্রাইডে' চমক দিতে চলেছেন আলিয়া ভাট।

Alia Bhatt Is Gearing Up For Debut At Cannes Film Festival
Published by: Sandipta Bhanja
  • Posted:May 23, 2025 3:55 pm
  • Updated:May 23, 2025 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ভারতপাক সংঘাতের অপারেশন সিঁদুর আবহে মন সায় দেয়নি, তাই কান ফিল্ম ফেস্টিভ্যালের যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছিলেন বলেই শোনা গিয়েছিল। তাই ফ্রেঞ্চ রিভেরাঁর গোড়ার দিকে দেখা যায়নি আলিয়া ভাটকে। তবে পরিবেশ ঠান্ডা হতেই বৃহস্পতিবার গভীর রাতে ফ্রান্সের উদ্দেশে রওনা হলেন অভিনেত্রী। ফিল্মোৎসবের শেষপাতে এবার রণবীর ঘরণি কোন চমক দিতে চলেছেন? সেদিকেই নজর বলিমহলের।

Advertisement

চব্বিশ সালে মেট গালার মঞ্চে ডেবিউ করেছিলেন। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে পশ্চিমী বিনোদুনিয়ার স্পটলাইট কেড়ে নিয়েছিলেন কাপুরদের বউমা। এবার কান-এ কোন পোশাকশিল্পীর পোশাকে নজর কাড়বেন অভিনেত্রী? কৌতূহলের অন্ত নেই! চলতি বছর সব্যসাচীর হাত ধরেই ফ্রেঞ্চ রিভেঁরায় প্রথমবার পা রেখে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করেছেন শাহরুখ খান। আলিয়া (Alia Bhatt at Cannes) কি সেক্ষেত্রে বিদেশী কোনও ফ্যাশন ডিজাইনারকে বেছে নিলেন? রহস্য ফাঁস হবে শুক্রবার রাতেই। কারণ এদিনই কান-এর রেড কার্পেটে প্রথমবারের জন্য পা দিতে চলেছেন আলিয়া ভাট। এক আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার দূত হিসেবেই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে চলেছেন তিনি।

শুক্রবার রাতে ‘বস লেডি’ অবতারে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে আলিয়াকে। পরনে বেইজ রঙের গুচ্চির স্যুট। চোখে রেট্রো লুকের চশমা। পাপারাজ্জিদের দিকে মিষ্টি হেসে চলে যান তিনি। তবে এই সফরে সঙ্গী নন রণবীর কিংবা রাহা। কান-এর উদ্দেশে একাই উড়ে গিয়েছেন আলিয়া ভাট। এবার ফ্রেঞ্চ রিভেরাঁয় কাপুর বাড়ির বউমা কোন মহাচমক দেবেন? চোখ থাকবে সেদিকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বলিউডের ময়দানে দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার পর নিন্দুকদের তরফে ‘নেপোকিড’ তকমা পাওয়া আলিয়া ভাট কিন্তু হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে। ২০২৪ সালে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও নাম তুলেছেন। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছিলেন আলিয়া ভাট। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তাঁর হাতে। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত। শুধু অভিনেত্রী হিসেবে নন, বরং প্রযোজক হিসেবে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। সিংহভাগ প্রযোজকরা যখন বক্স অফিসের নম্বর নিয়ে মাথা ঘামান কিংবা বক্স অফিসের ইঁদুর দৌড়ে শামিল হন, তখন আলিয়া ভাট কিন্তু চিরাচরিত পথে হাঁটেন না। বরং প্রযোজক হিসেবে কনটেন্টকেই রাজার সিংহাসনে বসান আলিয়া ভাট। এবার বলিউডের ‘বস লেডি’ কান ফিল্ম ফেস্টিভ্যালে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement