Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt Raha Kapoor

দূরে থাক কুনজর! রাহার সব ছবি সরালেন আলিয়া, ননদ করিনার বাড়িতে হামলার ঘটনা থেকেই শিক্ষা?

রাহাকে কুনজর থেকে দূরে রাখতে বড় সিদ্ধান্ত আলিয়া ভাটের।

Alia Bhatt Deletes Raha’s Photos From Instagram
Published by: Sandipta Bhanja
  • Posted:March 1, 2025 7:07 pm
  • Updated:March 1, 2025 7:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত জানুয়ারি মাসেই নিজের বাসভবন সদগুরু শরণে সইফ আলি খানের উপর হামলার ঘটনা ঘটে। আততায়ীর লক্ষ্য খুদে জেহর দিকেই ছিল। তার পর থেকেই জেহ-তৈমুরকে পাপারাজ্জিদের ক্যামেরার অন্তরালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন করিনা কাপুর খান। এমনকী ফটোশিকারিদের দেখলে আগে থেকেই সতর্কবাণী দিয়ে দেন, ‘যেন বাচ্চাদের কোনও ছবি তোলা না হয়।’ এবার মেয়েকে কুনজর থেকে দূরে রাখতে সেই একই পথে হাঁটলেন আলিয়া ভাট (Alia Bhatt)। সোশাল মিডিয়ায় শেয়ার করা এযাবৎকাল রাহার সমস্ত ছবি সরিয়ে ফেললেন অভিনেত্রী।

বছর দুয়েকেই ‘সুপারস্টার’ মা-বাবার সমস্ত স্পটলাইট কেড়ে নিয়েছে খুদে রাজকন্যে রাহা (Raha Kapoor)। এই বয়সেই সে রীতিমতো স্টার। তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়, নেটপাড়ায় ভাইরাল রাহার ছবি দেখলেই, তা স্পষ্ট হয়। এদিকে মেয়ে তো আড়াই বছর বয়সেই ‘ক্যামেরা রেডি’। কাপুর পরিবারের মেয়ে বলে কথা! দুই পিসি করিশ্মা-করিনাদের ম্যাজিকে মুগ্ধ হয়েছেন এযাবৎকাল অনুরাগীরা। অন স্ক্রিন, অফ স্ক্রিন সবেতেই কাপুর সিস্টার্সরা হিট। খুদের বাবা রণবীর কাপুরও অবশ্য কম যান না। কাপুরনন্দনের ক্যারিশ্মায় হৃৎস্পন্দন বাড়ে তরুণীদের। মা আলিয়া ভাটও তাই। তবে ফটোশিকারিদের সঙ্গে আলাপ না থাকলেও আধ-আধ উচ্চারণেই তাঁদেরকে কখনও শুভেচ্ছা জানায় সে, আবার কখনও বা হাত নেড়ে চুমু ছোড়ে। এহেন মিষ্টি আচরণেই সকলের মন কেড়েছে রাহা। এবার মেয়েকে বাড়তি স্পটলাইট থেকে দূরে রাখতে বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া ভাট। নেটপাড়ায় পোস্ট করা রাহার সমস্ত ছবি মুছে ফেললেন।

Advertisement

এদিকে মিষ্টি রাহাকে দেখতে না পাওয়ার আশঙ্কায় মন খারাপ অনুরাগীদের। তাঁদের প্রশ্ন, ‘রাহার ছবি কি আর কখনও সোশাল মিডিয়ায় দেখতে পাব না?’ তবে সিংহভাগ অবশ্য আলিয়ার এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন। তাঁদের মন্তব্য, একশো শতাংশ উচিত কাজ করেছেন মা হিসেবে। কেউ বলছেন, ‘মিষ্টি বাচ্চাদের ছবি দেখে অনেকেই কুনজর দেন বা হিংসে করেন।’ একাংশ আবার প্রশ্ন ছুঁড়েছেন, ‘ননদ করিনার বাড়িতে হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়েই কি এমন সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া?’ সবমিলিয়ে রাহার ছবি ডিলিট করা নিয়ে সরগরম নেটপাড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement