Advertisement
Advertisement

Breaking News

Ritabhari Chakraborty

চলতি বছরেই সাতপাক ঘুরবেন ঋতাভরী! শাহরুখ ঘনিষ্ঠ বলিউডি প্রেমিকের সঙ্গে কোথায় বসছে বিয়ের আসর?

প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছেন আগেই।

Actress Ritabhari Chakraborty to tie knot in this year
Published by: Sayani Sen
  • Posted:January 8, 2025 11:53 pm
  • Updated:January 9, 2025 12:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন আগেই। গত বছরের দিওয়ালিতে প্রথমবার মনের মানুষকে প্রকাশ্যে এনেছিলেন। এরপর ক্রিসমাস পার্টিতে টলিপাড়ার একঝাঁক তারকার সঙ্গে জুটিতে ধরাও দিয়েছিলেন। সোশাল মিডিয়ায় অভিনেত্রীর নিজের শেয়ার করা সেই ছবি নজর কেড়েছিল সকলের।  

Ritabhari

Advertisement

মন দেওয়া নেওয়ার পর এবার নাকি শাহরুখ খান ঘনিষ্ঠ বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বিনোদুনিয়ার অন্দরমহলে কান পাতলে একথা শোনা যাচ্ছে।

Ritabhari

সূত্র বলছে, চলতি বছরের ডিসেম্বরেই হয়তো বিয়ে করবেন তাঁরা। ডেস্টিনেশন ওয়েডিংয়ের নাকি পরিকল্পনা করেছেন। সম্ভবত থাইল্যান্ডেই বসবে বিয়ের আসর। ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হওয়ার কথা। ঘরোয়াভাবে বাঙালি ও পাঞ্জাবি মতে বিয়ে হবে বলেই খবর।

Ritabhari-1

প্রসঙ্গত, সুমিত অরোরার সঙ্গে ‘জওয়ান’-এর একটি প্রোমোর জন্য কোলাব করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। সেইসময়ে নাকি অভিনেত্রীর লেখনীর প্রশংসা করেছিলেন খোদ বলিউড বাদশা। ‘জওয়ান’ ছবির সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে মাথা খাটিয়ে প্রোমোর জন্য কেতাদুরস্ত ডায়লগ সাজিয়েছিলেন ঋতাভরী।

Ritabhari-Chakraborty-5

বলে রাখা ভালো, সুমিত অরোরা ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর সংলাপও লিখেছেন। ২০২৩ সাল থেকেই সুমিতের প্রায় সব ছবিতে মিষ্টি মন্তব্যে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনও ‘বেবি’ বলে সম্বোধন করেছেন কখনও আবার লিখেছেন, ‘তুমিই আমার হিরো।’ এবার চার হাত এক হওয়ার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।

Ritabhari

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement