Advertisement
Advertisement
Parineeti Chopra

সফল রাঘবের চোখের অস্ত্রোপচার, স্বামীকে সঙ্গে নিয়ে সিদ্ধিবিনায়কের দর্শন সারলেন পরিণীতি

রেটিনায় ছিদ্রের কারণে চোখে অপারেশন করাতে হয়েছিল আপ নেতা রাঘব চাড্ডার।

Parineeti Chopra, Raghav Chadha visit Siddhivinayak
Published by: Akash Misra
  • Posted:May 25, 2024 9:59 am
  • Updated:May 25, 2024 10:03 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুম্বইয়ে সিদ্ধিবিনায়কের দর্শন সারলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। সাদা পোশাকে দেখা গেল পরিণীতি ও রাঘবকে। মন্দির থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করলেন দম্পতি।

রেটিনায় ছিদ্রের কারণে চোখে অপারেশন করাতে হয়েছিল আপ নেতা রাঘব চাড্ডার। জানা যাচ্ছে, রাঘবের চোখের অপারেশন সফল। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। লন্ডনেই বেড রেস্টে ছিলেন তিনি। চিকিৎসকরা অনুমতি নিয়ে সম্প্রতি ভারতে ফিরেছেন। আর দেশে ফিরেই সিদ্ধিবিনায়ক দর্শনে পৌঁছলেন রাঘব ও পরিণীতি।

Advertisement

গত মাসেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়ার চমকিলা। এই ছবিতে পরিণীতির অভিনয় দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। বিয়ের পর পর্দায় ফিরে এসে রীতিমতো চমক দিয়েছেন পরিণীতি। এই ছবির প্রচারের সময়ই লন্ডনে চোখের অপারেশনে ব্যস্ত ছিলেন রাঘব। প্রচার সেরে লন্ডনে যাওয়া আসা করতেন পরিণীতি। এমনকী, ফোনও খোঁজ খবর রাখতেন রাঘবের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: প্রভাত রায়ের নতুন শুরু! মেয়ে একতার সঙ্গে মিলে প্রযোজনা সংস্থা খুলছেন পরিচালক?]

পরিণীতি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে একদিন তিনি রাঘবের সঙ্গে ব্রেকফাস্ট করতে গিয়েছিলেন, সেদিন থেকেই রাঘবকে ভালোলাগা শুরু। তাঁদের ডেটিং নিয়ে অভিনেত্রী আরও কথা বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে কথা বলার কয়েক দিনের মধ্যেই শুরু হয়। এমনকী সপ্তাহও কাটেনি। আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা যা কথা বলছি তার সবটাই বিয়ের বিষয়ে।’

প্রসঙ্গত, গত বছর ২৪ সেপ্টেম্বর রবিবাসরীয় গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ‘আম আদমি’ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে কম চর্চা হয়নি।

[আরও পড়ুন: নায়িকা স্বস্তিকা এবার গায়িকা! কোন ছবিতে গান গাইবেন?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement