Advertisement
Advertisement
SSC

CGL-এর প্রস্তুতি নিচ্ছেন? আবেদনের দিনক্ষণ জানাল স্টাফ সিলেকশন কমিশন

আবেদনের শেষ তারিখ কবে?

Here is date to fill SSC CGL form

ফাইল চিত্র

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 19, 2024 2:44 pm
  • Updated:June 21, 2024 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) ঘোষণা করল ২০২৪-২৫ সালের কম্বাইন্ড গ্র‌্যাজুয়েট লেভেল (সিজিএল)-এর পরিবর্তিত পরীক্ষা সূচি। বিজ্ঞপ্তি প্রকাশ হবে ২৪ জুন। আবেদন প্রক্রিয়া চলবে ২৪ জুলাই পর্যন্ত।

১. মাল্টি টাস্কিং (নন-টেকনিক‌্যাল) স্টাফ ও হাবিলদার (সিবিআইসি অ‌্যান্ড সিবিএন) পরীক্ষা-২০২৪ (এসএসসি এমটিএস)-এর রেজিস্ট্রেশন শুরু হবে ২৭ জুন, শেষ হবে ৩১ জুলাই।

Advertisement

২. স্টেনোগ্রাফার সি ও ডি গ্রেডের (এসএসসি স্টেনো) পরীক্ষার আবেদন প্রক্রিয়া চালু হবে ২৬ জুলাই। শেষ হবে ২৮ আগস্ট।

৩. জুনিয়র হিন্দি অনুবাদক, জুনিয়র ট্রান্সেল্টর ও সিনিয়র হিন্দি ট্রান্সেল্টর পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট। শেষ হবে ২৫ আগস্ট।

[আরও পড়ুন: হিজাব বিতর্কের পর বাংলায় তিলক-তরজা! স্কুলের সামনে বিক্ষোভ ‘সনাতনী’দের]

৪. অসম রাইফেলস পরীক্ষায় সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ), এনআইএ, এসএসএফ, রাইফেলম‌্যান (জিডি) পদের জন‌্য অ‌্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে ২৭ আগস্ট। শেষ হবে ৫ অক্টোবর।

৫. এসএসসি সিলেকশন পোস্ট এক্সাম ফেজ ১২-এর পেপার ওয়ানের পরীক্ষা করে ২০, ২১, ২৪, ২৫ ও ২৬ জুন। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল (সিএইচএসএল) টায়ার ওয়ান পরীক্ষা হবে ১- ৫ জুলাই ও ৮-১১ জুলাই।

[আরও পড়ুন: সুখবর! কেটেছে জট, পুলিশের অনুমতি পেয়েই নিকো পার্ক পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ শুরু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement