Advertisement
Advertisement

Breaking News

Elon Musk

ঘণ্টায় মিলবে সাড়ে ৫ হাজার! চাকরি করবেন এলন মাস্কের সংস্থায়?

কারা পাবেন এই চাকরি?

Elon Musk is hiring tutors from India
Published by: Akash Misra
  • Posted:November 4, 2024 7:41 pm
  • Updated:November 4, 2024 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয়দের সুখবর! এবার এলন মাস্ক দারুণ সুযোগ দিতে চলেছেন। তাঁর সংস্থায় নতুন পদে চাকরি করলে মিলবে ঘণ্টায় সাড়ে পাঁচ হাজার টাকা! হ্যাঁ, একেবারে সত্য়ি খবর।

বিষয়টি একটু বিশদে বলা যাক। এলন মাস্ক তাঁর এআই কোম্পানি xAI তে ভারতীয় কর্মী নিয়োগ করতে চলেছেন। মাস্কের এই কোম্পানি দুটি ভাষায় পারদর্শী শিক্ষকদের এই সুযোগ দেবে। এই শিক্ষকদের হাত ধরেই এআই ক্ষেত্রে নতুন বিপ্লব আনতে চলেছেন এলন মাস্ক।

Advertisement

কারা পাবেন এই চাকরি?

এলন মাস্কের এই xAI তে চাকরি পাওয়ার জন্য ভারতীয় প্রার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের দক্ষতা থাকতে হবে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রার্থীকে জানতে হবে অন্তত ভারতীয় ভাষা। প্রার্থীদের ইংরেজি এবং হিন্দি (বা অন্য কোনো ভারতীয় ভাষা) সঠিকভাবে বলতে এবং লিখতে জানতে হবে। এটি নিশ্চিত করার জন্য যে তারা যেকোনো ধরনের তথ্য স্পষ্ট এবং সঠিকভাবে পৌঁছে দিতে পারবে।

প্রসঙ্গত, ২ বছর হল টুইটার কিনেছেন ধনকুবের এলন মাস্ক। দায়িত্ব নিয়েই টুইটারের নাম বদলে ‘এক্স’ করার পাশাপাশি পুরনো নিয়মে একাধিক বদল এনেছেন তিনি। সেই ধারা অব্যাহত রেখে এবার আরও বড় পদক্ষেপ এক্স-এ। জনপ্রিয় এই সোশাল মিডিয়া প্ল্যার্টফর্মে ক্রিয়েটরদের আয়-রোজগারের নিয়মে এল বিরাট বদল। আর বিজ্ঞাপন নির্ভরতা নয়, এখন থেকে এক্সের প্রিমিয়াম অ্যাকাউন্টে কোনও কনটেন্টের উপর কত ইন্টার‍্যাকশন হল তার ভিত্তিতেই হবে উপার্জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement