Advertisement
Advertisement

Breaking News

Panihati

ত্রিকোণ প্রেমে মর্মান্তিক ঘটনা! প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী যুবক

আত্মহত্যার আগে ভিডিও কলে প্রেমিকার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন শুভ নামে ওই যুবক। এই ঘটনার জন্য প্রেমিকাকে দায়ী করছে মৃতের পরিবার।

Youth kills self after complication in love triangle at Panihati
Published by: Sucheta Sengupta
  • Posted:May 10, 2024 7:04 pm
  • Updated:May 10, 2024 7:08 pm  

অর্ণব দাস, বারাকপুর: ত্রিকোণ প্রেমের কাঁটায় মর্মান্তিক ঘটনা। প্রেমিকাকে হোয়াটসঅ্যাপে ভিডিও বার্তা এবং মেসেজে কথা বলার পর আত্মঘাতী হলেন প্রেমিক! উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ঘোলা থানার পানিহাটি রামকৃষ্ণ পার্ক এলাকার এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শুভ দাস, বয়স ২৩ বছর। তাঁর পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।

স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরে শুভর সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। শুভর বাড়িতে যাতায়াতও ছিল তাঁর। অভিযোগ, সম্প্রতি অন্য এক যুবকের সম্পর্কে ওই যুবতীর সম্পর্কে জড়ায়। ত্রিকোণ প্রেম (Love Triangle) নিয়ে জটিলতা তৈরি হয়।  বিষয়টি জানতে পেরে শুভর সঙ্গে তাঁর প্রেমিকার বিবাদ শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে শুভ প্রেমিকাকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) একটি ভিডিও বার্তা পাঠান। তাতে দেখা গিয়েছে, শুভ সিলিং ফ্যানের সঙ্গে কাপড় জড়িয়ে ফাঁস তৈরি করছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’।

Advertisement

[আরও পড়ুন: ফের শেক্সপিয়রের গল্পে অভিনয় অনির্বাণের! টলিউডের ‘রোমিও-জুলিয়েট’ কারা?]

তার পর শুভ তাঁর প্রেমিকাকে আত্মঘাতী হওয়ার ইঙ্গিত দিয়ে হোয়াটসঅ্যাপে বার্তাও পাঠান বলে দাবি পরিবারের। পুলিশ সূত্রে খবর, দুজনের মধ্যে ভিডিও কলে কথা হয়। এই কথাবার্তার পরই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী (Kills Self) হন যুবক। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা যুবতীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়। এ বিষয়ে মৃত যুবকের জেঠিমা মিঠু দাস বলেন, ”ওই মেয়ে শুভর বাড়িতেও যেত। কিছুদিন ধরে ও আরেকটি ছেলের সঙ্গে মেলামেশা শুরু করে। শুভ এটা জানতে পারলে দুজনের মধ্যে ঝামেলা হয়। বৃহস্পতিবার সকালেও দুজনের মধ্যে অশান্তি হয়। এরপর রাত দেড়টা নাগাদ শুভ আত্মহত্যা করে। তার আগে ভিডিও কল (Video Call) করে মেয়েটিকে দেখিয়েছে, মেসেজে দুজনের কথাও হয়েছে। সেই সময় যদি ও আমাদের জানাত, তাহলে শুভকে বাঁচানো যেত।”

দেখুন ভিডিও:  

[আরও পড়ুন: মদ খেয়ে রাস্তায় তাণ্ডব মহিলাদের, পুলিশকে কামড়! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement