Advertisement
Advertisement

Breaking News

Maha Kumbh 2025

মহাকুম্ভে গিয়ে ফের দুর্ঘটনার বলি পুরুলিয়ার দুই মহিলা পুণ্যার্থী, ঝালদার গ্রামে শোক

পুণ্যার্জনের আশায় মহাকুম্ভে গিয়ে ঘনিয়ে এল চরম বিপদ।

Two devotes from Bengal died of accident while returning from Maha Kumbh 2025

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:February 18, 2025 10:08 pm
  • Updated:February 18, 2025 10:08 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পুণ্যার্জনের আশায় মহাকুম্ভে গিয়ে ঘনিয়ে এল চরম বিপদ। পুণ্যস্নান সেরে ফেরার পথে দুর্ঘটনার বলি পুরুলিয়ার দুই মহিলা পুণ্যার্থী। মঙ্গলবার মহাকুম্ভনগরী থেকে ফেরার সময় ঝাড়খণ্ডের রামগড় জেলার মান্ডু থানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ওই পুণ্যার্থীদের গাড়ি। ওই গাড়িতে থাকা পুণ্যার্থী ও চালক মিলিয়ে ছ’জন-ই জখম হন। সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন ঝাড়খণ্ড পুলিশের সহায়তায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

সেখানেই দুই মহিলা পুণ্যার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই মহিলার নাম বিন্দু মাঝি (৩৭) ও পায়রো মাঝি (৬৮ )। তাদের বাড়ি ঝালদা থানার গড়িয়া গ্রামে। দ্রুত প্রশাসনের সহায়তায় ওই দুই মহিলার দেহ ঝালদায় আনা হচ্ছে বলে খবর। পুণ্যার্থীদের মৃত্যুর খবর স্বভাবতই শোকের ছায়া গোটা এলাকায়।

Advertisement

কিছুদিন আগে টামনা থানার গোপলাডি গ্রামে মহাকুম্ভে যাওয়ার পথে রাস্তা পারাপার করার সময় জাতীয় সড়কে একটি লরি পিষে দেয় তিন মহিলা পুণ্যার্থীকে। এছাড়া আড়শা থেকে যাওয়া পুণ্যার্থীদের একটি বাসও দুর্ঘটনার কবলে পড়ে বেনারসের কাছে। দুটি ক্ষেত্রেই প্রশাসনের সহযোগিতায় পুরুলিয়া নিয়ে আসা হয় তীর্থযাত্রীদের। এই ঘটনাতেও পুরুলিয়া জেলা প্রশাসনের হস্তক্ষেপে জখম পুণ্যার্থীরা ঘরে ফিরছে। আনা হচ্ছে মৃতদেহও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement