Advertisement
Advertisement

Breaking News

Durgapur

চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখ টাকা ঘুষ! দুর্গাপুরের তৃণমূল নেত্রীর ভাইরাল অডিওয় শোরগোল

ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।

TMC leader of Durgapur allegedly took money giving assurance of job from woman, audio goes viral
Published by: Sucheta Sengupta
  • Posted:February 24, 2025 9:07 am
  • Updated:February 24, 2025 9:10 am  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার মতো গুরুতর অভিযোগ। ‘ঘুষে’র পরিমাণ আবার লাখ টাকা! দুর্গাপুরে ব্লক স্তরের এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে স্থানীয় মহিলার এহেন অভিযোগ ঘিরে তীব্র শোরগোল। নেত্রী টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও তাঁর অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। যদিও ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। প্রতারিত মহিলার স্বামীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দলীয় নেতৃত্ব। মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

দিনকয়েক আগেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সতর্কবার্তা, দলের কেউ অন্যায় করলে তার দায় দল নেবে না। আর অন্যায় করলে তাঁকে শাস্তি পেতেই হবে। দলনেত্রীর এই কড়া বার্তার পরেও কেউ কেউ সতর্ক হননি, তারই নিদর্শন দুর্গাপুরের ব্লক সভানেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগে। এক মহিলাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ টাকা আদায়ের অভিযোগ উঠল অন্ডাল ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকারের বিরুদ্ধে। টাকা দেওয়া-নেওয়া নিয়ে ওই মহিলার সঙ্গে তৃণমূল নেত্রীর কথোপকথনের কয়েকটি অডিও ভাইরাল হওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ডাল ব্লকের মদনপুর গ্রামের বাসিন্দা মধুমিতা মুখোপাধ্যায়। তিনি আইসিডিএসে চাকরির আবেদন জানিয়ে কথা বলেন ব্লক সভানেত্রী সুজাতাদেবীর সঙ্গে। অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মধুমিতার কাছ থেকে টাকা চান নেত্রী। তাঁর কথামতো টাকাও দেন মধুমিতা। কিন্তু তারপরও চাকরি হয়নি। তাতে বিরক্ত মধুমিতা সেই টাকা ফেরত চাইলে সুজাতাদেবী ৫০ হাজার টাকা ফেরান। তবে বাকি টাকা ফেরত দিতে অস্বীকার করেন বলে অভিযোগ।

এসবের পর মহিলার স্বামী পঞ্চানন মুখোপাধ্যায় তৃণমূলের উখড়া অঞ্চল সভাপতি শরণ সায়গলের কাছে সুজাতাদেবীর নামে লিখিত অভিযোগ জানান। শরণবাবু বলেন, “এরকম একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি দলের ব্লক সভাপতি ও জেলা সভাপতিকে জানাব।” তবে অভিযুক্ত সুজাতাদেবীকে এই প্রসঙ্গে প্রশ্ন করলে, তিনি কিছুই জানেল না বলে বিষয়টা এড়িয়ে যান। মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তীর প্রতিক্রিয়া, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement