Advertisement
Advertisement

Breaking News

Alipurduar

নদী থেকে তুলে ধর্ষণ! কুমারগ্রামে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালিকা

ধৃত এলাকারই যুবক কাজল মণ্ডল, তার ফাঁসির দাবিতে সরব পরিবার।

Teenager allegedly physically assaulted while she was having bath in Alipurduar

প্রতীকী ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:November 2, 2024 4:08 pm
  • Updated:November 2, 2024 4:45 pm  

রাজকুমার, আলিপুরদুয়ার: ফালাকাটার পর এবার কুমারগ্রাম। ২৪ ঘণ্টার ব্যবধানে ফের নাবালিকা ধর্ষণের ঘটনা ঘিরে উত্তপ্ত আলিপুরদুয়ার। এবার ৯ বছরের এক নাবালিকাকে নদী থেকে তুলে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। যার জেরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা। গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী যুবককে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনা কালীপুজোর পরেরদিনের। কুমারগ্রাম ব্লকের হলদিবাড়ির বাসিন্দা ৯ বছরের এক নাবালিকা কালীপুজোর প্রসাদ খেতে গিয়েছিল দুটি মণ্ডপে। প্রসাদ খাওয়ার পর বন্ধুদের সঙ্গে খেলাধূলা করে নদীতে স্নান করতে নেমেছিল। অভিযোগ, সেসময় তাকে ফলো করে এলাকারই যুবক কাজল মণ্ডল। এর পর নদী থেকে নাবালিকাকে তুলে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

Advertisement
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি ওই নাবালিকা।

নাবালিকার বাবার বক্তব্য অনুযায়ী, এসব ঘটনার কিছুক্ষণ পর তার মায়ের নজরে পড়ে, ওই কাজল নামে ব্যক্তির সঙ্গে মেয়ে ফিরছে। তা দেখে তিনি রেগে যান। মেয়েকেই ঘরে নিয়ে গিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। তখনও মেয়েটি কিছু বলেনি। তার পর গোপনাঙ্গ থেকে রক্তপাত হতে থাকায় সে ভয় পেয়ে গোটা ঘটনার কথা মাকে বলে। মা সমস্ত কথা জানান বাবাকে। এর পর বাবা কাজল নামে যুবককে ডেকে নিয়ে বার বার জিজ্ঞেস করতে থাকেন, কী ঘটেছিল? কাজল সাফ জানায়, মেয়েটি তার সঙ্গে ছিলই না। কিন্তু প্রতিবেশীরা জড়ো হয়ে এনিয়ে শোরগোল তোলায় আর প্রতিরোধ করতে পারেনি কাজল।

সমস্ত ঘটনা জানাজানি হতেই নাবালিকার বাবা অভিযুক্তকে মারতে উদ্যত হন। কিন্তু প্রতিবেশীরা তাঁকে নিরস্ত করে জানান, আইনের উপর ভরসা রাখতে। এর পর সবাই মিলে অভিযুক্তকে তুলে দেয় পুলিশের হাতে। এদিকে টানা রক্তপাতের জেরে নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অভিযুক্ত যুবকের ফাঁসির দাবি তুলেছে পরিবার। আগের দিন ফালাকাটায় ৬ বছরের এক নাবালিকাকে জিলিপি খাওয়ানোর নাম করে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠায় একজনের মৃত্যু হয় গণপ্রহারে। অপরজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পর কুমারগ্রামের ঘটনা।

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement