প্রতীকী ছবি।
রাজ কুমার, আলিপুরদুয়ার: ধার নিয়ে শোধ দেননি শিক্ষক। বদলা নিতে নৃশংসভাবে খুন করা হল তাঁকে। গোপনাঙ্গ কেটে মুখে ঢুকিয়ে রাখা হয়েছিল। অবশেষে এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল আলিপুরদুয়ারের পুলিশ।
রবিবার রাতে জয়গাঁ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন পান্ডু রাই এবং বিজয় সুব্বা। সোমবার তাদের আদালতে তুলে ১৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গিয়েছে, পান্ডু রাই দাগি আসামী। তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে।
গত ১৫ নভেম্বর জয়গাঁ এলাকায় খুন হয়েছিলেন এক শিক্ষক। তাঁর গোপনাঙ্গ কেটে মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই এই খুনের ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। মাত্র ৪ দিনের মধ্যে সেই খুনের কিনারা করল পুলিশ। এদিন সাংবাদিক সম্মেলন করে জয়গাঁর এসডিপিও প্রশান্ত দেবনাথের দাবি, ২০ হাজার টাকার জন্যই তাঁকে খুন করা হয়েছে। কিছুদিন আগে তিনি টাকা ধার করেছিলেন কিন্তু সেই টাকা শোধ করেননি। তা নিয়ে দিন কয়েক ধরে বাদানুবাদ চলছিল। খুনের রাতে টাকা ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ড। তবে তিনি কী কারণে টাকা ধার করেছিলেন তা স্পষ্ট নয়। আর কেউ এর সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.