Advertisement
Advertisement
Belda College

পরীক্ষাকেন্দ্রে মোবাইল হারানো নিয়ে ধুন্ধুমার, ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বেলদা কলেজ

ঘটনায় আহত দুপক্ষের ২৫ জন, তার মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

Students clash at Belda College, West Midnapore over lost mobile
Published by: Sucheta Sengupta
  • Posted:June 14, 2024 6:51 pm
  • Updated:June 14, 2024 8:29 pm

অংশুপ্রতিম পাল, খড়গপুর: দুই কলেজের ছাত্র সংঘর্ষে উত্তাল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) বেলদা।  তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত বেলদা কলেজের ছাত্র সংসদের অফিস ঘর ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তপ্ত কলেজ চত্বর। সংঘর্ষের ঘটনায় আহত দুপক্ষের ২৫ জন পড়ুয়া। এঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ভর্তি করা হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে। গোটা ঘটনায় চিন্তিত পড়ুয়া, অভিভাবকরা। কড়া পদক্ষেপ নিতে চলেছে কলেজ কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, বেলদা কলেজে(Belda College) ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ছিল।  খড়গপুরের কলেজ ও কাশমুলী গভর্নমেন্ট কলেজের পরীক্ষার সিট পড়েছিল বেলদা কলেজে। অভিযোগ, গতকাল বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত। আর শুক্রবার প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পরে অভিযোগ, খড়গপুর কলেজের পড়ুয়ারা কলেজের ছাত্র সংসদের অফিসে (Students’ Union Office) ভিতর ভাঙচুর চালায়। ভেঙে দেওয়া হয় যাবতীয় আসবাবপত্র, ছিঁড়ে ফেলা হয় তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন কাটআউট, ফেস্টুন, পতাকা।

Advertisement

[আরও পড়ুন: শর্তসাপেক্ষে শুভেন্দুকে রাজভবন যাওয়ার অনুমতি হাই কোর্টের

এর পর পালটা বেলদা কলেজের ছাত্ররাও প্রতিরোধ করে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় দুপক্ষের মিলিয়ে আহত হয় প্রায় ২৫ জন পড়ুয়া। কলেজে সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন এসডিপিও, বেলদা এবং তাঁর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। তবে পরীক্ষা দিতে গিয়ে মোবাইল হারানোকে কেন্দ্র করে দুই কলেজের পড়ুয়াদের মধ্যে এমন সংঘর্ষ প্রায় বেনজির। এই ঘটনায় বেলদা কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। 

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: ‘চুপ করে বসে থাকব না’, ভোট পরবর্তী অশান্তি নিয়ে রাজ্যের রিপোর্ট না পেয়ে ক্ষুব্ধ রাজ্যপাল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement