Advertisement
Advertisement

Breaking News

South 24 Parganas

ধানখেতে প্রেমই কাল! জমির বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে মৃত্যু আদিবাসী যুবকের

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবকের প্রেমিকা।

South 24 Parganas youth died in a accident

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 27, 2025 10:50 am
  • Updated:February 27, 2025 11:05 am  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রেমিকার হাতে হাত রেখে ধানখেতে ঘুরছিলেন বছর বাইশের আদিবাসী যুবক। আন্দাজও করতে পারেননি কী বিপদ অপেক্ষা করছে। আচমকা ইঁদুরে উৎপাত রুখে আলে ফেলে রাখা বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল যুবকের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর প্রেমিকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা সোনাখালির বোড়িয়া এলাকায়। জমির মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, মৃতের নাম রোহিত মাহাতো। আদিবাসী ওই যুবক দক্ষিণ ২৪ পরগনার সোনাখালির বোড়িয়া এলাকার বাসিন্দা। বিভিন্ন এলাকায় গিয়ে ফুটবল খেলতেন ওই যুবক। বুধবার ছোট মোল্লাখালির গ্রামে ম্যাচ ছিল তাঁর। সঙ্গীরা ফিরে এলেও ওই যুবক পরে ফিরবেন বলে জানান। শোনা যাচ্ছে, ওই গ্রামেরই এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। বিকেলে প্রেমিকার সঙ্গে দেখা করেন রোহিত। গ্রামেরই ধানখেতে ঘুরছিলেন তাঁরা। আচমকা কোনওভাবে পা পিছলে পড়ে যান রোহিত। ওই জমির আলে ইঁদুরের উৎপাত রুখতে ফেলে রাখা ছিল বিদ্যুতের তার। তাতেই তড়িদাহত হন যুবক। প্রেমিককে বাঁচাতে গিয়ে তরুণীও বিদ্যুৎস্পৃষ্ট হন। কিন্তু রাতে কেউ কিছু টের পাননি। এদিকে পরিবারের সদস্যরা দুজনকেই খোঁজাখুঁজি করে।

Advertisement

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে জমিতে দু’জনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা রোহিতকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর প্রেমিকা। এদিকে জমির মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub