Advertisement
Advertisement

Breaking News

Jagatdal

ফের অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি! গভীর রাতে দুষ্কতী তাণ্ডবে উত্তপ্ত জগদ্দল, গুলিবিদ্ধ ১

অর্জুন সিং গুলি চালিয়েছেন বলে দাবি তৃণমূলের।

shoot out at Jagatdal, one youth injured
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 27, 2025 12:14 am
  • Updated:March 27, 2025 5:47 pm  

অর্ণব দাস, বারাকপুর: ফের নিজের গড়ে দুষ্কৃতীদের নিশানায় বিজেপি নেতা অর্জুন সিং। বুধবার গভীর রাতে তাঁকে লক্ষ্য করে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। পালটা ধাওয়া করেন অর্জুন সিং ও তাঁর শাগরেদরা। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্তরা। শোনা যাচ্ছে, গুলিবিদ্ধ হয়েছেন একজন। অর্জুন সিংয়ের দাবি, পুলিশের সামনেই দেদার গুলি চালায় অভিযুক্তরা। বোমাবাজিও হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত জগদ্দল। যদিও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, নিজে হাতে গুলি চালিয়েছেন অর্জুন।

জানা গিয়েছে, বুধবার মেঘনা মিলের শ্রমিকদের মধ্যে অশান্তি হচ্ছিল। খবর পেয়ে সেখানে যান ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে, নমিত সিং। এরপরই বচসা বড় আকার নেয়। গুলি চলে বলে অভিযোগ। অর্জুন সিংয়ের দাবি, বুধবার রাতে মজদুর ভবনেই ছিলেন তিনি। আচমকা ২ রাউন্ড গুলির শব্দ পান তিনি। সঙ্গে সঙ্গে বেরিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে যান তিনি। অর্জুন সিংয়ের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এরপরই পালটা ধাওয়া করেন তাঁরা। তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Advertisement

এদিকে অর্জুন সিং তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ করলেও ঠিক উলটো দাবি তৃণমূলের। ঘাসফুল শিবিরের দাবি, পড়ে গিয়ে চোট নয়, গুলিবিদ্ধ হয়েছেন নমিত সিং ঘনিষ্ঠ সাদ্দাম নামে ওই যুবক। খোদ অর্জুন সিং তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ। একই দাবি করেছেন বিধায়ক সোমনাথ শ্যাম। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্য়োতি ঘোষের কথায়, “সাংসদ তহবিলের অর্থে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি ভবনের শিলান্যাস হয়েছে সাংসদের তহবিলের অর্থে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি ভবনের শিলান্যাস হয়েছে আজ। সেই গাত্রদাহেই বোমা-গুলির রাজনীতি করছেন অর্জুন সিং।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub