Advertisement
Advertisement

Breaking News

RG Kar case

‘সিবিআইয়ের ভূমিকা হতাশাজনক’, ফের অভয়ার বাবা-মায়ের নিশানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

হাই কোর্টের ভূমিকায় খুশি তাঁরা।

RG Kar case: Parents of Abhaya attacks CBI
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 25, 2025 12:03 pm
  • Updated:March 25, 2025 12:03 pm  

সৌরভ মাজি, বর্ধমান: অভয়া কাণ্ডের তদন্তে সিবিআইয়ের ভূমিকা হতাশাজনক। সেই কারণেই এখনও পর্যন্ত আদালতের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। বর্ধমান থেকে এমনই মন্তব্য করলেন অভয়ার বাবার। তবে হাই কোর্টের ভূমিকায় খুশি তাঁরা।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে অভয়া মঞ্চের ডাকে সোমবার বর্ধমানের কার্জন গেটে একটি সভায় উপস্থিত ছিলেন অভয়ার মা ও বাবা। সোমবার কলকাতা হাই কোর্টে শুনানির পর এদিন বর্ধমানের অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। সেখানেই আদালতের ভূমিকায় খুশি বলে জানিয়েছেন তারা। এদিন বর্ধমানের কার্জন গেটে প্রতিবাদ সভায় অভয়ার বাবা বলেন, “বিচারব্যবস্থার উপর আস্থা রয়েছে। যতদিন না মেয়ের মৃত্যুর বিচার পাচ্ছি, ততদিন লড়াই করে যাব। এই লড়াইয়ে আমরা সকলের সাহায্য চাইছি।”

Advertisement

অভয়ার মা বলেন, “মেয়ের মৃত্যুর ঘটনায় পুলিশ প্রথম থেকেই বিষয়টি গুরুত্ব দেয়নি। পোস্টমর্টেমের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও আদালতের জমা দেওয়া হয়নি। সিবিআইয়ের তদন্তের দীর্ঘসূত্রতা যথেষ্ট হতাশাজনক। অর্থের প্রলোভন দেখিয়ে আমাদের অনেকবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মেয়ের মৃত্যুর বিচার না পাইয়া পর্যন্ত আমরা লড়াই থামাবো না।” পাশাপাশি, অভয়ার বাবা মা আরও বলেন, “সিবিআই তদন্ত খারাপ করেছে বলেই এখনও পর্যন্ত বিচারের আশায় আদালতের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। ভারতীয় বিচার ব্যবস্থায় সময় লাগলেও আমাদের আস্থা রয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement