Advertisement
Advertisement

Breaking News

Diamond Harbour

রাতারাতি বর্ধমানে বদলি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, কারণ নিয়ে তীব্র গুঞ্জন

অধ্যক্ষ থেকে অধ্যাপক পদে আনা হয়েছে তাঁকে, রুটিন বদলি বলে জানিয়েছে স্বাস্থ্যভবন।

Principal of Diamond Harbour Medical College transferred to Burdwan Medical suddenly
Published by: Sucheta Sengupta
  • Posted:March 21, 2025 4:33 pm
  • Updated:March 21, 2025 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি বর্ধমানে বদলি হলেন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ। পদের কিছুটা অবনমন হয়েছে ডাক্তার উৎপলকুমার দাঁ-র। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, একসময়ে চিকিৎসকদের একাংশের তীব্র সমালোচনা করেছিলেন ছাত্রমহলে অত্যন্ত জনপ্রিয় এই চিকিৎসক। সেই কারণে এই বদলি কি আসলে শাস্তিমূলক? সেই প্রশ্ন তুলছেন অনেকে। যদিও স্বাস্থ্যভবনের দাবি, এটা রুটিন বদলি। এর মধ্যে অন্য কোনও গুঞ্জনের অবকাশ নেই।

আগে বর্ধমান মেডিক্যাল কলেজের বিভাগীয় প্রধান ছিলেন অধ্যাপক-চিকিৎসক উৎপলকুমার দাঁ। বছর তিনেক আগে তিনি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন। বৃহস্পতিবার রাতে আচমকাই তাঁর বদলির বিজ্ঞপ্তি জারি হয়। উৎপলকুমার দাঁ-কে বর্ধমান মেডিক্যালের অধ্যাপক পদে বদলি করা হয়েছে। তিনি ছাত্রমহলে বেশ জনপ্রিয়। তাই রাতারাতি তাঁর বদলিতে মনখারাপ পড়ুয়াদের। সূত্রের খবর, অভয়া কাণ্ডের সময় উৎপলকুমার দাঁ সরকার বিরোধী কোনও মন্তব্য করেননি। কিন্তু এনিয়ে আর জি করের ওপেন ফোরামের চিকিৎসক মহলের একাংশকে তুলোধোনা করেন। ঘনিষ্ঠ মহলেও কয়েকজন ডাক্তারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন। সেসবের জেরেই কি এই বদলি? সেই গুঞ্জন শুরু হয়েছে।

Advertisement

তবে স্বাস্থ্যমহলের মত, এটা রুটিন বদলি। তিনবছর হয়ে যাওয়ায় বদলি করা হল ডাক্তার উৎপলকুমার দাঁ-কে। আগে বর্ধমান মেডিক্যাল কলেজই তাঁর কর্মক্ষেত্র ছিল। সেখানেই তাঁকে ফেরানো হল। বর্ধমান মেডিক্যালের কোনও এক বিভাগের বিভাগীয় প্রধান পদে কাজ শুরু করবেন ডাক্তার দাঁ। বদলি নিয়ে অবশ্য তিনি কোনও মন্তব্য করেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub