সংবাদ প্রতিদিন ব্যুরো: পঞ্চায়েত ভোট (Panchayat Poll) মিটে গিয়েছে। তারপরেও ব্যালট পেপার উদ্ধার অব্যাহত। মঙ্গলবারও নদিয়া, মুর্শিদাবাদ, মালদহের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে ব্যালট পেপার, ব্য়ালট বাক্স। আর সেই উদ্ধার ঘিরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন রাজনৈতিক কর্মীরা। যদিও বিষয়টিকে পাত্তা দিতে রাজি নয় রাজ্যের শাসকদল তৃণমূল।
এদিন সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাথাভাঙা নদীর ব্রিজের নিচে ভোটের ব্যালট পেপার পড়ে থাকতে দেখা যায়। এরপর পথ অবরোধ শুরু করে বিজেপি। তাঁদের অভিযোগ, গণনার দিন বিডিওর নেতৃত্বে ব্যালট পেপার নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই ব্যালট পেপারই উড়ে এসেছে। এবিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও কামালউদ্দিন আহমেদকে জিজ্ঞাসা করায় তিনি জানান অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
দ্বিতীয় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠে ছিল গণনাকেন্দ্র। তার পিছনে পাটের জমিতে প্রচুর ব্যালট পেপার পড়ে থাকতে দেখেন কংগ্রেস কর্মীরা। ৬ নং জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী আয়েশা জুলেখার নামে ভোট পড়া ব্য়ালট পেপার উদ্ধার হয়। মেলে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রতীকে ভোট পড়া ব্যালট পেপার। এমনকী, ওই স্কুলের ভিতরে থাকা কস্তুরীবাই বালিকা বিদ্যালয়ের ডাস্টবিন থেকে পোড়া ব্যালট পেপার মেলে। এর প্রতিবাদে কংগ্রেসের ব্লক সভাপতি ইমাম হোসেনের নেতৃত্বে রাস্তা অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সামশেরগঞ্জ থানার ওসি সুমিত বিশ্বাস। তাঁকে ঘিরে বিক্ষোভ চলে। ঘন্টা খানেক চলে জাতীয় সড়ক অবরোধ করা হয়। ঘটনাস্থলে ছুটে আসেন সামশেরগঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও-ও। তিনিও বিক্ষোভের মুখে পড়েন। তিনি ব্যালট পেপারগুলি সিল করছেন। বিডিও নিজে তদন্ত করে দেখবেন।
আবার বিক্ষোভ হয় মালদহেও। গাজোল থানার সালাইডাঙা এলাকার এক বুথ থেকে তিনটি ব্যালট বাক্স উদ্ধার হয়েছে। ৮ জুলাই অর্থাৎ ভোটের দিন গাজোল হাজিনাকু মহম্মদ হাই স্কুল ছিল ভোট কেন্দ্র। সেখানে তিনটি ব্যালট বাক্স গায়েব ছিল। এরপরই সেখানে পুনর্নির্বাচন হয়। এদিন সেখান থেকে তিনটি ব্যালট বাক্স উদ্ধার হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, তিনটি ব্যালেট বাক্স উধাও হয়েছিল। পরে যার জন্য পুনর্নির্বাচন হয়। এখন সেগুলি উদ্ধার হয়েছে। বিজেপির জেলা পরিষদের প্রার্থী মিলন দাসের অভিযোগ, ভোটে হার বুঝেই ব্যালট বাক্স উধাও করে দিয়েছিল শাসকদল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.