Advertisement
Advertisement

Breaking News

Non bailable case against BJP MLA and MP on alleged attack on Police station

নালাগোলা পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, বিজেপি সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

দলীয় কর্মীর রহস্যমৃত্যুর তদন্তে পুলিশি 'নিষ্ক্রিয়তা'য় নালাগোলা পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে বিজেপি।

Non bailable case against BJP MLA and MP on alleged attack on Police station । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 24, 2023 2:52 pm
  • Updated:July 24, 2023 2:59 pm  

বাবুল হক, মালদহ: বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর প্রতিবাদে মালদহের নালাগোলা পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু-সহ মোট ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

FIR

Advertisement

গত ১৬ জুলাই মালদহের বামনগোলায় নিজের বাড়ি থেকে সক্রিয় বিজেপি কর্মী বুরন মুর্মুর দেহ উদ্ধার হয়। সেই সময় তাঁর মুখ দিয়ে রক্ত বেরতে দেখা যায়। শরীরেও ছিল একাধিক ক্ষতচিহ্ন। বুরনের পুত্রবধূ এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন। বিজেপি প্রার্থীর কাছে হেরেও যান তিনি। প্রতিবেশীদের দাবি, তারপর থেকে বাড়িতে অশান্তি শুরু হয়। প্রায়শয়ই ওই বিজেপি কর্মীকে ছেলে ও পুত্রবধূ হুমকি দিত বলেই অভিযোগ। তারপরই দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়।

[আরও পড়ুন: স্কুলের শৌচালয়ে ছাত্রীকে ‘ধর্ষণ’, নির্যাতিতার মায়ের অভিযোগে গ্রেপ্তার পার্শ্বশিক্ষক]

মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, মারধর করে খুনের পর আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়। তৃণমূলের মদতে ছেলে তার বাবাকে খুন করেছে বলেই অভিযোগ। দেহ উদ্ধারের পরদিন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে নালাগোলা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে ঝাঁটা হাতে মহিলারা পুলিশের দিকে তেড়ে যায়। এই বিক্ষোভের ঘটনাতেই সাংসদ ও বিধায়ক-সহ ২০ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য থানায় মামলা রুজু করল বামনগোলা থানার পুলিশ।

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় মন বিনিময়, প্রেমের টানে স্বামী-সন্তান ছেড়ে পাকিস্তানে ভারতের অঞ্জু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement