Advertisement
Advertisement

Breaking News

Uttarpara

স্টেশনে মহিলাদের গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা, উত্তরপাড়ায় গ্রেপ্তার যুবক

মারধর করার পর আরপিএফে এলে তাদের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।

Man arrested in Uttarpara for disturbing ladies in station

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:July 23, 2024 9:17 pm
  • Updated:July 23, 2024 9:24 pm  

সুব্রত বিশ্বাস: মহিলাদের গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা যুবকের। মঙ্গলবার হিন্দমোটর স্টেশনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শেষমেশ যুবককে ধরে আরপিএফের হাতে তুলে দেয় যাত্রীরা। এর পর রেল পুলিশের হাতে তাঁকে তুলে দেয় আরপিএফ।

ধৃতের নাম কিষাননন্দন দ্বিবেদী। বিহারের বাসিন্দা হলেও এখন উত্তরপাড়ায় থাকে ওই যুবক। অভিযোগ, দুপুরে হিন্দমোটর স্টেশনে মহিলাদের গা ঘেঁষে ছবি তুলে যাচ্ছিল সে। যার জেরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল। অনেকেই সরে গেলেও শেষমেশ হিন্দমোটরবাসী এক যুবতী প্রতিবাদ করেন। সঙ্গে তাঁর মা-ও ছিলেন। তিনিও রেগে যান।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রাক্তন প্রেমিক’ হইতে সাবধান! রণজয়কে কি বিঁধলেন সায়ন্তনী? পোস্টে ‘লাভ’ সোহিনীর]

এর পর যুবক সেই ছবি মুছে দেয়। যদিও ততক্ষণে জড়ো হয়ে যান অনেক যাত্রী। মারধর করার পর আরপিএফে এলে তাদের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। বেলুড় রেল পুলিশ যুবতীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে।

[আরও পড়ুন: ক্যামেরার সামনেই উদ্দাম যৌনতা! ‘বিগ বস’-এর ‘অশ্লীল’ ভিডিওয় ক্ষিপ্ত শিব সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement