Advertisement
Advertisement
Mamata Banerjee

‘কারও পিতৃদেবের টাকায় চা-ও খাই না’, ময়নাগুড়ি থেকে ‘চোর’ স্লোগানের পালটা মমতার

আর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Mamata Banerjee lashes out at critics from Jalpaiguri
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 16, 2024 4:02 pm
  • Updated:April 16, 2024 4:19 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: দিনকয়েক আগে ডুয়ার্সে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চোর স্লোগান তুলেছিল একদল। মঙ্গলবার জলপাইগুড়ির ময়নাগুড়ির সভা থেকে সেই ইস্যুতেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বললেন, “ওরা আমার গাড়ি দেখে চোর বলছে। আমি কারও পিতৃদেবের টাকায় এককাপ চা-ও খাই না।” পালটা খোঁচা বিজেপির।

হাতে মাত্র আর কয়েকটা দিন। ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সব দল। মঙ্গলবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেন তিনি। দিন তিনেক আগে ডুয়ার্সে মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান উঠেছিল। সেই প্রসঙ্গ তুলে এদিন একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমার গাড়ি দেখে ওরা চোর বলছে। আমি কারও পিতৃদেবের টাকায় এক কাপ চা-ও খাইনি। চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন, পেনশন নিতে পারতাম। নিই না। কারণ আমার দরকার নেই। আমার দরকার মানুষকে। কী সাহস ওদের, আমাকে চোর বলছে!”

Advertisement

[আরও পড়ুন: টানা ২০ দিন শিয়ালদহ শাখায় বাতিল বহু লোকাল, ঘুরপথে চলবে কিছু ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা]

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমি ওদের জিভ টেনে নিতে পারতাম। কিন্তু ভোট বলে কিছু বলিনি। আমি নরেন্দ্র মোদি (Narendra Modi) বা অমিত শাহ নই। ওঁরা বলেন বেছে বেছে জেলে পাঠাব। উলটো করে ঝুলিয়ে সোজা করে দেব। আমি সেটা বলব না। জিভ টেনে নিতে পারলেও সেটা করব না।’’ প্রসঙ্গত, এদিনও ইডি-সিবিআইকে একহাত নেন মমতা। বলেন, বিজেপি বুঝে গিয়েছে জিততে পারবে না। তাই কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

[আরও পড়ুন: পড়াশোনা বিদেশে, লন্ডন থেকে CAA’র প্রতিবাদ, চেনেন ভোট ময়দানে নামা তৃণমূলের নয়া প্রার্থীকে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement