Advertisement
Advertisement
Bhangar

তৃণমূল পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা, ভোটের আগে ভাঙড়ে রক্তারক্তি

ঘটনায় কাঠগড়ায় আইএসএফ।

Lok Sabha Election 2024: TMC worker allegedly attacked by ISF in Bhangar
Published by: Sayani Sen
  • Posted:May 31, 2024 12:03 am
  • Updated:May 31, 2024 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar) । তৃণমূল পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ। জখম হয়েছেন আরও অন্তত ১০ জন। তাঁদের জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় কাঠগড়ায় আইএসএফ। যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ।

জানা গিয়েছে, ভোটের (Lok Sabha Election 2024) আগে দলীয় বৈঠক সেরে তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজন দলীয় কর্মী-সমর্থক বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়। মুহূর্মূহু বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। তাতে পঞ্চায়েত সদস্য-সহ অন্তত ১০ জন জখম হন। রক্তাক্ত অবস্থায় প্রত্যেককে উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। গুরুতর আহতদের কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। আহতদের দেখতে হাসপাতালে যান ভাঙড়ের পর্যবেক্ষক তথা বিধায়ক শওকত মোল্লা।

Advertisement

[আরও পড়ুন: ‘ওয়াটার থিওরি’তে বাংলাদেশের সাংসদের হত্যাকাণ্ড! ঢাকা ফিরে জানালেন গোয়েন্দা প্রধান]

ঘটনার তীব্র নিন্দা করে শওকত মোল্লা অবিলম্বে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেপ্তারির দাবি জানান। তিনি বলেন, “এই ঘটনায় অন্তত ৫ জন গুরুতর জখম হয়েছেন। তার মধ্যে এক শিশুও রয়েছে। গত কয়েকদিন ধরে সমাজবিরোধী, খুনিরা রাতে বোমা বাঁধছে। সন্ত্রাস ছড়াচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।” যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে আইএসএফ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি বলেই পালটা অভিযোগ তাদের। কাশীপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

[আরও পড়ুন: খুনের পর বাংলাদেশের সাংসদের হোয়াটসঅ্যাপও ব্যবহার করেছিল অভিযুক্ত সিয়াম!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement