Advertisement
Advertisement

Breaking News

Arjun Singh

‘আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা তৃণমূলের’, ভাটপাড়ায় বোমাবাজিতে সরব অর্জুন

X হ্যান্ডেলে নির্বাচন কমিশনকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি তাঁর।

Lok Sabha Election 2024: Arjun Singh slams TMC over bombing in Bhatpara
Published by: Sayani Sen
  • Posted:May 29, 2024 11:13 am
  • Updated:May 29, 2024 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) পরেও বারাকপুরে বোমাবাজি। মঙ্গলবার রাতে স্থানীয় এক বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি হয় বলেই অভিযোগ। নিজের গড়ে বোমাবাজির ঘটনার প্রতিবাদে সরব বারাকপুরের দাপুটে বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। তাঁর অভিযোগ, ভোটগণনার আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল। X হ্যান্ডেলে নির্বাচন কমিশনকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি তাঁর।

অর্জুন সিংয়ের দাবি, মঙ্গলবার রাতে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের আটচালা এলাকায় বোমাবাজি করে তৃণমূল। তাঁর দাবি, “হার নিশ্চিত জেনে হতাশায় এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে তৃণমূল।” ওই পোস্টটি নির্বাচন কমিশনকে ট্যাগ করে বারাকপুরের বিজেপি প্রার্থী। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতেও সরব অর্জুন সিং। যদিও বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।

Advertisement

[আরও পড়ুন: রেমালের দাপট কাটতেই বঙ্গে গুমোট গরম, কবে মিলবে স্বস্তি?]

এবার বারাকপুরের দিকে নজর রয়েছে সকলের। কারণ, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর ফের দলবদল করেন অর্জুন সিং। তৃণমূল ছেড়ে ফের ফিরে যান বিজেপিতে। ভোটের টিকিটও পান। অর্জুন গড় হিসাবে পরিচিত বারাকপুরের ভোটে অশান্তি নতুন কিছু নয়। তবে এবার সেভাবে রক্ত ঝরেনি। ভোটাভুটির দিন তেমন বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। ভোট শান্তিপূর্ণ হলেও তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আগেও করেছে অর্জুন সিং। ভোটের পর ইভিএম সুরক্ষিত নেই বলেই সুর চড়িয়েছিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী। কমিশনে নালিশও জানিয়েছিলেন তিনি। এবার ফের বোমাবাজি করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগে সরব অর্জুন।

[আরও পড়ুন: ‘আমাদের দোষ’, কার্গিল যুদ্ধ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি পাক প্রধানমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement