Advertisement
Advertisement
Hooghly

কাশ্মীর যাওয়াই কাল, ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যু হুগলির ব্যবসায়ীর

কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

Hooghly man died in Kashmir
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 28, 2024 11:28 am
  • Updated:September 28, 2024 11:28 am  

সুমন করাতি, হুগলি: কাশ্মীরে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি। ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যু হল ব্যবসায়ীর। হুগলির বাড়িতে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। দেহ বাড়ি ফেরার অপেক্ষায় সকলে।

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম দেবব্রত ঘোষ। বাড়ি হুগলির দাদপুরের হাসনান বারোয়ারিতলার ঘোষপাড়ায়। দেবব্রতর ধনিয়াখালির শিবাইচণ্ডি তলায় দোকান রয়েছে। ওই এলাকার অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কাশ্মীর বেড়াতে যান দেবব্রত। সেখান থেকে নিয়মিত বাড়িতে ফোন করতেন তিনি। বৃহস্পতিবার বাড়িতে আসে দুসংবাদ। ফোনে জানানো হয়, পেহেলগাঁও-এ ঘোড়ার পিঠে চড়ে ছবি তোলার সময় কোনওভাবে পড়ে যান তিনি। ৭ ফুট নিচে পড়ে যান দেবব্রত।

Advertisement

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই বাড়িতে আসে খবর। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। দেহ কতদিনে, কীভাবে বাড়িতে ফিরবে সেই নিয়ে দুশ্চিন্তায় সকলে। শোকের ছায়া এলাকায়। বেড়াতে গিয়ে এই ভয়ংকর পরিণতি হতে পারে, তা ভাবতে পারেননি কেউ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement