Advertisement
Advertisement

Breaking News

Hooghly

বিয়ের আগে চরম সিদ্ধান্ত, বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখে ফিরে ‘আত্মঘাতী’ যুবক! কারণ নিয়ে ধোঁয়াশা

সম্পর্কের টানাপোড়েনেই এই ঘটনা? নাকি লুকিয়ে অন্য রহস্য?

Hooghly: A youth allegedly killed himself

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 7, 2024 2:21 pm
  • Updated:November 7, 2024 4:01 pm  

সুমন করাতি, হুগলি: বিয়ের বাকি ছিল হাতে গোনা আর কয়েকটি দিন। তার আগেই মর্মান্তিক পরিণতি। জগদ্ধাত্রী ঠাকুর দেখে ফিরে আত্মঘাতী হুগলির চুঁচুড়ার ধরমপুর কালীতলার যুবক। কিন্তু কেন? সম্পর্কের টানাপোড়েন নাকি লুকিয়ে অন্য রহস্য? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম প্রদীপকুমার সন্ন্যাসী। তাঁর বয়স ৩৫ বছর। ধরমপুরে তাঁর একটি মিষ্টির দোকান রয়েছে। দিন দশেক পর বিয়ে ওই যুবকের। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ওই যুবক। ফেরেন রাত আড়াইটে নাগাদ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ি থেকে বেরতেই দেখেন ভয়ংকর দৃশ্য। দেখতে পান মিষ্টির দোকানের উলটোদিকে ঝুলছে প্রদীপ।

Advertisement

ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করে দেহ। পাঠায় ময়নাতদন্তের জন্য। মৃতের বন্ধুরা জানিয়েছে, ঠাকুর দেখতে বেরিয়ে একেবারে স্বাভাবিক ছিলেন প্রদীপ। খাওয়াদাওয়াও করেছেন। কিন্তু কী থেকে কী হয়ে গেল, তা বুঝতে পারছেন না কেউই। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নেপথ্যে লুকিয়ে কোন কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement