Advertisement
Advertisement

Breaking News

Nadia

ঘরে ঢুকে তরুণীর শ্লীলতাহানি, অপহরণের চেষ্টা! যুবককে গণপিটুনি জনতার

শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে।

girl allegedly molested in Tehatta nadia

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:May 31, 2024 8:38 pm
  • Updated:June 1, 2024 3:06 pm  

রমণী বিশ্বাস, তেহট্ট: তরুণীকে ঘরে একা পেয়ে শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার তেহট্ট থানার বেতাই মুক্তদহ পাড়ায় ঘটল এমনই ঘটনা। জানা গিয়েছে, তরুণীর চিৎকার শুনে অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ। পরে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাঁকে। অভিযুক্তকে শুক্রবার আদালতে তোলা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বগা শেখ। তিনি তেহট্ট থানার তরণীপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার পেশায় মাইক ব্যবসায়ী ওই যুবক বেতাই এলাকায় কাজে গিয়েছিলেন। অভিযোগ, কাজ সেরে বিকেলে তরুণীর বাড়িতে চড়াও হয়ে শ্লীলতাহানি করেন তিনি। তাঁকে অপহরণেরও চেষ্টা করেন।

Advertisement

[আরও পড়ুন: ১২টি পথ কুকুরকে খাবারে বিষ মিশিয়ে হত্যা! কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের এলাকাবাসীর]

তরুণী চিৎকার করলে আশপাশের লোক ছুটে আসেন। হাতেনাতে ধরা পড়েন বগা। স্থানীয়রা তাঁকে ধরে পিঠমোড়া করে বেঁধে গণপিটুনি দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সূত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্ত বগা আগে থেকেই চিনতেন তরুণীকে। তার অত্যাচারেই বেতাইয়ের মুক্তদহ পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে এসে থাকছিলেন তরুণী। ঘটনার পর তেহট্ট থানায় অভিযোগ জানায় তরুণী। পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে শুক্রবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: স্কুল খুললেও হাতে নেই বই, একাদশের পাঠ্যবইয়ের PDF প্রকাশের সিদ্ধান্ত সংসদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement