Advertisement
Advertisement

Breaking News

Dev

‘ভূমিপুত্রকেই চাই’, ঘাটালের হেঁশেল থেকে খেত, মহিলাদের মুখে ‘দেব-কীর্তন’

'মহিলাদের ভোট দেবের জন্য', আট থেকে আশি মজেছে তৃণমূল সুপারস্টারের ক্যারিশ্মায়।

Ghatal women wants Superstar Dev as MP once again
Published by: Sandipta Bhanja
  • Posted:May 16, 2024 6:18 pm
  • Updated:May 16, 2024 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেব (Dev) শুধু রাজনীতিবিদ নন, অনেকের স্বপ্নের নায়কও বটে! তিনি সেই ‘খোকাবাবু’, যিনি ‘চ্যালেঞ্জ’ নিতে ভালোবাসেন। সেটা সিনেপর্দায় হোক বা রাজনীতির ময়দানে। আবার যাঁকে দেখলে নারীমহলের ‘পরাণ যায় জ্বলিয়া রে’। তৃণমূলের সেই সুপারস্টারের ক্যারিশ্মাতেই মজেছে ঘাটাল (Ghatal) মহিলামহলের আট থেকে আশি। তাঁদের মুখে একটাই কথা, “মহিলাদের ভোট দেবের জন্য।”

আমজনতার কাছে তিনি ‘রাজনীতিক দেবে’র থেকেও অনেক বেশি শ্রদ্ধেয়, ভালোবাসার পাত্র ‘মানুষ দেব’ হিসেবে। দশ বছরের রাজনৈতিক কেরিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে? বাংলার গ্রামগঞ্জে তাঁর ভক্তের সংখ্যা অগণিত। ঘাটাল হোক বা বালুরঘাট, ‘দেবদা’ বলতে পাগল ফ্যানরা। তাই তো তাঁকে দেখতে উন্মত্ত জনতার ভিড় বাঁধ মানে না। তৃণমূলের সুপারস্টার প্রার্থীকে দেখতে বিশেষ ক্ষমতাসম্পন্ন বাচ্চারাও মুখিয়ে থাকে। তীব্র গরমকে হার মানিয়ে বাড়ির বাইরে বেরন বৃদ্ধারাও। এবার দেবের হয়ে ঘাটালের মহিলাদেরই প্রচার করতে দেখা গেল। টলিউড সুপারস্টার যেন তাঁদের কাছে সাক্ষাৎ ‘দেব-দূত’। আট থেকে আশির মহিলারা এবারও ঘাটালের সাংসদ হিসেবে চাইছেন, তাঁদের ভূমিপুত্রকেই।

Advertisement

বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ঘাটালের একটি ভিডিও শেয়ার করেছিলেন দেব। সেখানেই দেখা গেল, কেউ হেঁশেলে রান্না করতে করতে দেবের কথা বললেন তো কেউ বা আবার খেতে কাজ করার মাঝে, বা সবজি কাটার ফাঁকে জানালেন, কেন তাঁরা তাঁদের দুবারের সাংসদ দেবকেই চাইছেন? কারও মন্তব্য, ‘দেবদা আসার পরই আমাদের রাস্তাঘাট উন্নত হয়েছে। আমরা আলাদা করে জলের কল পেয়েছি।’ আবার কারও কথায়, ‘দেবই তো আমাদের ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য লড়ছেন। বন্যায় প্রতিবার আমরা এত কষ্ট পাই। সবজি ফলাতে পারি না। সব নষ্ট হয়ে যায়। বাড়িঘর ভেসে যায়। সেখানে উনি একাই এখানকার মাস্টারপ্ল্যানের জন্য লড়ছেন। ওঁকে ভোট দেব না তো কাকে দেব!’ আবার কেউ বলছেন, ‘মহিলাদের ভোট দেবের জন্যই’। এককথায় ঘাটালের মহিলাদের মুখে শুধুই ‘দেব-কীর্তন’।

[আরও পড়ুন: হিন্দি ধারাবাহিকে দেবচন্দ্রিমা, বাঙালি নায়িকা টেক্কা দেবেন নিয়া শর্মাকে]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

লোকসভা ভোটের আগে যে মানুষটি রাজনীতিকে জলাঞ্জলি দেওয়ার কথা বলেছিলেন, এখন তাঁকে বাংলার মাঠেঘাটে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে প্রচার করতে দেখা যাচ্ছে। বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেরিয়ে একাই ভোটপ্রচারের ময়দানে ম্যাজিক দেখাচ্ছেন।

[আরও পড়ুন: লোকসভার জন্য পিছল কঙ্গনার ‘এমার্জেন্সি’, নিন্দুকদের কটাক্ষ, ‘ফ্লপের ভয়ে পালাচ্ছেন?’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement