Advertisement
Advertisement

Breaking News

Dev

অ্যাকাউন্টে গরুপাচারের টাকা? সোশাল মিডিয়ায় হিসেব দিলেন দেব

দেব জানিয়েছিলেন যে টাকা নিয়ে চর্চা হচ্ছে, তার হিসেবে তিনি সোশাল মিডিয়ায় তুলে ধরবেন। কথা রাখলেন দেব। বিকেল হতেই এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন ৫০ লক্ষ টাকা ফেরতের হিসেব।

Dev shares details of his bank transactions
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 23, 2024 4:38 pm
  • Updated:May 23, 2024 5:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি সংস্থা থেকে এক ব্যক্তির অ্যাকাউন্টে যাওয়া ৫০ লক্ষ টাকা সংক্রান্ত শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে সকাল থেকে তুঙ্গে বিতর্ক। দাবি করা হয়, ওই টাকা গরুপাচারের, যা গিয়েছিল দেবের কাছে। এবার সেই টাকার হিসেব দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। বিঁধলেন বিজেপি প্রার্থী হিরণকে।

২৫ মে ঘাটালে ভোট। তাঁর ৪৮ ঘণ্টা আগে চরমে শুভেন্দু অধিকারী ও দেবের ‘যুদ্ধ’। সূত্রপাত বিরোধী দলনেতার একটি পোস্টকে কেন্দ্র করে। এক্স হ্যান্ডেলে শুভেন্দু তিনটি ছবি পোস্ট করেন। প্রথমটি একটি ব্যাঙ্কের লেনদেন ছবি। দেখা যায়, আরণ্যক ট্রেডার্স থেকে কাউকে দুদফায় ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর একটি ডায়েরির পাতার ছবি পোস্ট করা হয়েছে। লেখা রয়েছে, দেব মোবাইল ৭২ হাজার টাকা। দেব ঘড়ি ৪ লক্ষ ৬০ হাজার টাকা। এই তথ্যের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন। তবে শুভেন্দুর দাবি, গরুপাচারের টাকা নিয়েছিলেন দেব। ইডি তদন্ত শুরু হতেই তা ফেরত দিয়ে দেন। একইসঙ্গে ঘাটালের মানুষকে এমন ‘অসৎ’ মানুষকে ভোট না দেওয়ার আবেদন জানান তিনি।

Advertisement

[আরও পড়ুন: শাহ-যোগী ‘বিভেদ’ উসকে দেওয়ার কৌশল, দিল্লি জয়ে নয়া চাল কেজরির]

বিষয়টা নিয়ে জলঘোলা হতেই টাকা লেনদেনের কথা স্বীকার করে দেব জানান, এই ৫০ লক্ষ টাকা তিনি ফেরতও দিয়েছেন। তবে বিচারাধীন বিষয়ে তিনি মুখ খুলতে পারেন না। তাই কখনই কিছু বলেননি এবিষয়ে। এদিন সকালেই দেব জানিয়েছিলেন যে টাকা নিয়ে চর্চা হচ্ছে, তার হিসেবে তিনি সোশাল মিডিয়ায় তুলে ধরবেন। কথা রাখলেন দেব। বিকেল হতেই এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন ৫০ লক্ষ টাকা ফেরতের হিসেব। নথি বলছে, ২০১৭ সালের ৩ ও ১৩ নভেম্বর, দু-দফায় ৫০ লক্ষ টাকা ফেরত দিয়েছেন তিনি। নথির ছবির সঙ্গে দেব লিখেছেন, “সিনেমা জন্য লগ্নি করেছিলেন। সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল…”। ওই পোস্টেই ‘ভুয়ো’ ডিগ্রি প্রসঙ্গে হিরণকে খোঁচা দিয়েছেন দেব। লিখেছেন. “এই যে ডক্টর বাবু, আমার Ledger.”

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ