Advertisement
Advertisement

Breaking News

Bagdah

প্রস্রাব করা নিয়ে বিবাদ, বাগদায় প্রতিবেশী প্রৌঢ়াকে ‘খুন’ বাবা-মেয়ের

স্থানীয়রা দুই অভিযুক্তকে আটকে রেখে খবর দেন বাগদা থানায়।

Alleged beating of neighbor old woman in Bagdah

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:November 16, 2024 6:07 pm
  • Updated:November 16, 2024 6:07 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: প্রতিবেশী প্রৌঢ়াকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাবা ও মেয়ের বিরুদ্ধে। প্রৌঢ়ার ‘অপরাধ’, অভিযুক্তর বাড়ির সীমানায় প্রস্রাব করেছিলেন তিনি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা পাড়ুই পাড়া এলাকায়। ঘটনায় বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত প্রৌঢ়ার নাম ফুলকুমারী বারুই। বয়স ৫৯ বছর। তাঁর সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়তেন অভিযুক্ত নগেন হালদার ও তাঁর পরিবার। এদিন সকালে ফুলকুমারীদেবী অভিযুক্তর বাড়ির সীমানায় প্রস্রাব করেছিলেন। তা নিয়ে ফের বিবাদ শুরু হয়। অভিযোগ, সেসময় নগেন ও তাঁর মেয়ে ঝুমুর হালদার প্রৌঢ়ার উপর ঝাঁপিয়ে পড়েন। পাশে পড়ে থাকা কাঠ দিয়ে ফুলকুমারীর মাথায় সজোরে আঘাত করেন নগেন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রৌঢ়া।

Advertisement

স্থানীয়রা দুই অভিযুক্তকে আটকে রেখে বাগদা থানায় খবর দেন। পুলিশ ফুলকুমারীদেবীকে উদ্ধার করে বাগদা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। শনিবার অভিযুক্ত দুজনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এহেন ঘটনায় শোকের ছায়া প্রৌঢ়ার পরিবারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement