Advertisement
Advertisement

Breaking News

Birbhum

পেয়ারার প্রলোভন দেখিয়ে দুই বোনকে ‘যৌন নির্যাতন’, প্রতিবাদ করে আক্রান্ত মা!

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Allegation of physical assault, a Birbhum youth arrested
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 4, 2024 5:20 pm
  • Updated:November 4, 2024 8:17 pm  

দেব গোস্বামী, বোলপুর: আর জি কর আবহে ফের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। এবার ঘটনাস্থল বীরভূমের লাভপুর। অভিযোগ, দুই বোনকে পেয়ারার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে এলাকারই এক যুবক। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সন্ধ্যা নাগাদ পাঁচ বছরের দুই শিশু কন্যা লাভপুরে বাড়ির কাছেই খেলছিল। তারা সম্পর্কে তুতো বোন। ঠিক তখনই ইকরাম আলি নামে প্রতিবেশী যুবক তাদের ডাকে। পেয়ারা দেওয়ার কথা বলে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে যায়। অভিযোগ, সেখানে প্রথমে এক নাবালিকাকে উলঙ্গ করে গোপনাঙ্গ স্পর্শ করে অভিযুক্ত। তার পর আরেকজনকেও একইভাবে হেনস্তা করা হয়। এদিকে অনেকক্ষণ ধরে দুই খুদের দেখা না পেয়ে একজনের মা তাদের খুঁজতে বের হন। পরিত্যক্ত ওই বাড়িতে গিয়ে গোটা বিষয়টা নিজের চোখে দেখেন।

Advertisement

এই ঘটনা দেখতে পেয়েই অভিযুক্তের বাড়িতে হাজির হন মহিলা। অভিযোগ, নালিশ করতেই পালটা অভিযুক্তের পরিবারের তরফে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পর নির্যাতিতাদের পরিবারের তরফে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইকরাম আলিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যুবককে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। দুই নাবালিকার তরফে সরকারি আইনজীবী তপনকুমার দাস বলেন, অভিযুক্তের তরফে কোনও আইনজীবী না থাকায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ১৮ তারিখে ফের আদালতে পেশ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement