Advertisement
Advertisement

Breaking News

Alipurduar Incident

পরিবারের চারজনকে হাতুড়ি দিয়ে থেঁতলে দেওয়ার চেষ্টা! মৃত ১, পুলিশের জালে ‘আশ্রিত’

অভিযুক্ত ঝাড়খণ্ডের বাসিন্দা।

Alipurduar Incident: 1 died, 3 injured as man attacked with hammer
Published by: Paramita Paul
  • Posted:November 15, 2024 12:06 pm
  • Updated:November 15, 2024 4:52 pm

রাজ কুমার, আলিপুরদুয়ার: গভীর রাতে একই পরিবারের চারজনকে হাতুড়ি দিয়ে থেঁতলে দেওয়ার চেষ্টা! প্রাণ গেল একজনের। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে। অভিযুক্ত পরিবারের আশ্রিত। ভিন রাজ্যের বাসিন্দা। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জংশন চেচাখাতা সূর্য সেন কলোনির বাসিন্দা ব্যবসায়ী অসীম আচার্য। তাঁর স্ত্রী নন্দিতা আচার্য, মা প্রীতলতা আচার্য ও মেয়ে শ্রীয়া আচার্যকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। বছর খানেক আগে বাইরের রাজ্যে চিকিৎসা করাতে যাওয়ার সময় ঝাড়খণ্ডের যুবক সঞ্জয় সিংয়ের সঙ্গে পরিচয় হয় তাঁদের। তার পর থেকে অসীমবাবুদের বাড়িতেই থাকত সঞ্জয়। সে ঝাড়খণ্ডের বাসিন্দা।

Advertisement

জানা গিয়েছে, গতকাল মাঝরাতে পরিবারের সকলের উপর হাতুড়ি ও বাটাম নিয়ে আক্রমণ চালায় বাড়িতে ‘আশ্রিত’ সঞ্জয়। মাথা থেঁতলে দেওয়ার চেষ্টা করে। গুরুতর আহত হন তিনজন। তাঁদের মধ্যে বৃদ্ধা প্রীতলতা আচার্যের মৃত্যু হয়। অন্যান্য জখমরা কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সকলের চিৎকার শুনে প্রতিবেশীরা বাড়িতে হাজির হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। এর মাঝে সঞ্জয় পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলে স্থানীয়রা। পুলিশের হাতে তুলে দেয়। কী উদ্দেশ্যে এই হামলা, তদন্ত করছে পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement