Advertisement
Advertisement
Abhishek Banerjee

মানবিক অভিষেক, পাশে দাঁড়ালেন মুর্শিদাবাদের ক্যানসার আক্রান্তের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে পাঠানো অর্থ পেয়ে আপ্লুত ওই রোগী।

Abhishek Banerjee helps a cancer patient of Murshidabad
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 12, 2024 9:00 am
  • Updated:November 12, 2024 9:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের বড়ঞার ক্যানসার আক্রান্ত পঙ্কজ ঘোষের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশমতো এক লক্ষ টাকা চিকিৎসার খরচ বাবদ তুলে দিলেন স্থানীয় নেতৃত্বের মাধ্যমে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে পাঠানো অর্থ পেয়ে আপ্লুত ওই রোগী। 

সোমবার মুর্শিদাবাদের বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব মাজিয়ারা গ্রামে গিয়ে ক্যানসার আক্রান্ত পঙ্কজ ঘোষের পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের সদস্যদের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সাহায্য তুলে দেন। তৃণমূল নেতৃত্ব ক্যানসার আক্রান্ত পঙ্কজ ঘোষের চিকিৎসার সমস্ত কিছু দায়ভার গ্রহণ করেছেন। একই সঙ্গে পরিবারের পাশে দাঁড়িয়ে চাল, ডাল খাবার, সবজিও দিয়ে আসেন। যদিও হঠাৎই তৃণমূল নেতৃত্বকে আর্থিক সাহায্য-সহ পাশে পেয়ে প্রথমে কিছুটা হতভম্বই হয়ে পড়েছিলেন মাজিয়ারা গ্রামের বাসিন্দা পঙ্কজ ঘোষ ও তাঁর পরিবারের সদস্যরা।

Advertisement

বিছানার উপর বসে পঙ্কজবাবু জানিয়েছেন, ‘‘আমার পরিবার খুবই দুস্থ। আমি একমাত্র পরিবারের রোজগেরে ছিলাম। ছ’মাস আগেই আমার স্ত্রী মারা গিয়েছে। পরিবারে এখন এক ছেলে। সে যা রোজগার করে তাই দিয়েই চলে সংসার। দুই মেয়ে বিয়ে হয়ে গিয়েছে। গত দু’বছর ধরে আমার ক্যানসার ধরা পড়েছে। কেমোথেরাপি চলছে। ওষুধের খরচ জোগাড় করতে খুবই চিন্তায় রয়েছি। জমিজায়গা যেটুকু ছিল মেয়ের বিয়ে দিতেই শেষ হয়ে গিয়েছিল। তার পরও যা ছিল বিক্রি করেই ছেলেরা আমার চিকিৎসা চালাচ্ছে। তারই মধ্যে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সাহায্যে আমি যেন হাতে চাঁদ পেলাম। আমার এখন আরও বহুদিন বাঁচতে ইচ্ছা করছে।’’

অপরদিকে বড়ঞার ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম জানিয়েছেন, ‌‘‘আমি জেলা নেতৃত্বের কাছে জানতে পারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়ঞার এলাকার মাঝিয়ারা গ্রামের ক্যানসার আক্রান্ত এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং কিছু সাহায্য পাঠিয়েছেন। আমি ওই অর্থ দিয়ে এসেছি। সঙ্গে আমরা নিজেদের সাধ্যমতো সাহায্য তুলে পরিবারের যাতে খাবার অভাব না হয় তার জন্য কিছু সহায‌্য করেছি। আগামী দিনে ওই পরিবারকে আমরা সব ধরনের সাহায্য করব। ওই পরিবারের দায়িত্ব আমাদের তৃণমূল নেতৃত্ব।’’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সাহায্য পেয়ে যেমন পরিবারের সদস্যরা খুশি, তেমনই গ্রামের বাসিন্দারা উৎসাহিত এবং আনন্দিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement